মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে হুফফাজের শিক্ষক প্রশিক্ষণ কোর্স

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: আগামী ৫ ই অক্টোবর থেকে শুরু হচ্ছে শাইখুল হুফফাজ হাফেজ ক্বারী আব্দুল হক পরিচালিত হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ-এর ৪০ দিন ব্যাপী কেন্দ্রীয় হিফজ শিক্ষক প্রশিক্ষণ কোর্স ।

৫ ই অক্টোবর থেকে শুরু হয়ে ১৩ ই নভেম্বর ২০২১ পর্যন্ত চলবে এ শিক্ষক প্রশিক্ষণ কোর্স।

বুধবার ( ১অক্টোবর ) হুফফাজুল কুরআন ফাউন্ডেশন বাংলাদেশ এর সাধারণ সম্পাদক হাফেজ নাসির উদ্দিনের স্বাক্ষরিত সংবাদমাধ্যমে পাঠানো এক ‍বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।

এতে বলে হয়েছে, প্রশিক্ষণে আবেদনকারীকে অবশ্যই পূর্ণ কুরআনে হাফেজ হতে হবে। হিফজখানার শিক্ষকতায় আগ্রহী হতে হবে। এবং ফাউন্ডেশনের নির্ধারিত ফরম পূরণ ও নির্দিষ্ট ফি প্রদান করে ভর্তি হতে হবে। এছাড়াও প্রশিক্ষণ চলাকালীন অন্য কোন প্রশিক্ষণে অংশ গ্রহণ করা যাবে না। প্রশিক্ষনার্থীর দাড়ি, চুল, টুপি, পােষাক-পরিচ্ছেদ সুন্নাত মােতাবেক হতে হবে।

প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য যা অবশ্যক:

প্রশিক্ষণে অংশ গ্রহণের জন্য জাতীয় পরিচয়পত্র/জন্মনিবন্ধন সনদপত্র/চেয়ারম্যান কর্তৃক সনদপত্রের ফটোকপি আবশ্যক।

২ কপি পাসপাের্ট সাইজের রঙ্গীন ছবি আনতে হবে।

প্রশিক্ষণ চলাকালীন মােবাইল ব্যবহার করা সম্পূর্ণ নিষিদ্ধ। এনড্রোয়েড অর্থাৎ যে সকল মােবাইল দ্বারা ইন্টারনেট চলে এমন মােবাইল নিয়ে আসা যাবে না।

প্রয়ােজনীয় বিছানা, প্লেট, মশারী ইত্যাদি সঙ্গে নিয়ে আসতে হবে।

বিবৃতিতে আরো বলা হয়, কোর্সে ভর্তিচ্ছুক মুয়াল্লিমগণকে করোনা ভাইরাসের টিকা গ্ৰহণ বা নিবন্ধনের সনদ জমা দেয়ার জন্য সর্বাত্মক চেষ্টা করতে হবে।

ভর্তি ফি ও ৪০ দিন থাকা-খাওয়া বাবদ ৬০০০/- (ছয় হাজার) জমা দিতে হবে।

স্থান:

হুফফাজুল কুরআন ফাউন্ডেশন এর এই প্রশিক্ষণ কোর্সটি রাজধানীর কেরানীগঞ্জ নেকরোজবাগ কবরস্থান আল আশরাফ মসজিদ কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।

যোগাযোগ:

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সার্বিক যোগাযোগের জন্য নিম্মোক্ত নাম্বারগুলো দেওয়া হয়েছে।

01923-288370, 01798-330219, 01755-340006।

ফেইসবুক-Huffazul Quran Foundation Bangladesh

প্রতিষ্ঠানটির কেন্দ্রীয় কার্যালয়-৬৮ পিলখানা রােড, আজিমপুর, ঢাকা-১২০৫।

ফোন-022233668565,

01979668565

[email protected]

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ