মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মাসিক নকীব এর সীরাত সংখ্যায় লেখা আহ্বান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জাতীয় শিশু-কিশোর পত্রিকা মাসিক নকীব এর সীরাত সংখ্যা ২০২১ এর জন্য লেখা আহ্বান করা হয়েছে। যে কোন বয়সী মানুষ এতে লেখা পাঠাতে পারবে।

পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ! ইতিহাসের শ্রেষ্ঠ মহা-মানব। যিনি আকশের মতো উদার। সীমাহীন প্রেম যার হৃদয়জুড়ে। যিনি জন্ম থেকে গেয়েছেন সত্য ও সুন্দরের গান। অন্ধকারাচ্ছন্ন পৃথিবীর বুকে জ্বেলেছেন দীপ্ত আলোর মশাল। হৃদয়ে হৃদয়ে বিলি করেছেন মহা-সত্যের পয়গাম। যিনি মানুষকে শিখিয়েছেন ভালো-মন্দ, আলো-আঁধার।

তিনি আমাদের প্রিয় নবী, প্রিয় রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। তাকে নিয়ে জমে আছে আমাদের মনে নানা কথা, আবেগ, অনুভূতি। মাসিক নকীবের অক্টোবর সংখ্যা ২০২১ হযরত মুহাম্মদ সা. কে নিয়ে। রাসূল সা. কে নিয়ে লেখা পাঠিয়ে দিন মাসিক নকীবে।

যেসব ক্যাটাগরিতে লেখা যাবে- রাসূল সা. এর প্রেমে মুগ্ধকর চিঠি, কবিতা-ছড়া, মদিনার সফর, মাসজিদুন নববী, টুকরো টুকরো ভালোবাসা ও ভালোলাগার কথাও লিখবে পারবে।

লেখা জমা দিতে হবে ১৫ সেপ্টেম্বর ২০২১ এর মধ্যে। লেখা পাঠাবেন- ৫৫/বি, নোয়াখালী টাওয়ার (৩য় তলা), পুরানা পল্টন, ঢাকা ১০০০। মোবাইল: ০১৯৬৬-১১০৮৩৩, ০১৭২৮-৮৯১০৩৫। মেইল: [email protected]


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ