মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


তাহাজ্জুদের অজু করতে গিয়ে পানিতে ডুবে বৃদ্ধার মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: নামাজের জন্য অজু করতে গিয়ে কক্সবাজারের পেকুয়ায় নুরনেছা নামে সত্তোর্ধ এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। ফজরের আগে তাহাজ্জুদ নামাজের অজু করতে গিয়ে নিজ বাড়ির পুকুরে ডুবে মারা গেছেন ওই বৃদ্ধা।

মঙ্গলবার (৩ আগষ্ট) ভোরে পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের নতুনঘোনা গ্রামে এ ঘটনা ঘটে। নুরনেছা ওই গ্রামের মৃত নুরুল হকের স্ত্রী।

নিহতের ছেলে কামাল হোসেন জানান, প্রতিদিনের মতো মঙ্গলবার ভোর রাত ৪টার কিছু আগে মা তাহাজ্জুদ ও ফজরের নামাজের অজু করার জন্য পুকুরে যান। এরপর বেশ কিছুক্ষণ সময় পার হলেও তিনি ঘরে না আসায় পরিবারের সবাই মিলে মাকে খুঁজতে বের হই।

খোঁজাখুঁজির এক পর্যায়ে মাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখতে পাই। উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

-কেএল


সম্পর্কিত খবর