শনিবার, ২৪ মে ২০২৫ ।। ১০ জ্যৈষ্ঠ ১৪৩২ ।। ২৬ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসরায়েলি সেনাবাহিনী মজা করে বেসামরিক মানুষ হত্যা করছে ছাত্র জমিয়ত বাংলাদেশে কেন্দ্রীয় সদস্য সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত  মজলিসে আমেলার বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলাম ‘ড. ইউনূসকে পদত্যাগ করালে বিপ্লবী সরকার গঠন করবে ছাত্র-জনতা’ আলাপ-আলোচনার মাধ্যমে অর্থবহ সমাধান আসবে: জামায়াত আমির নোয়াখালীতে আন-নুর হিফজুল কুরআন প্রতিযোগিতা লন্ডনে শেখ হাসিনা সংশ্লিষ্টদের ৯০ মিলিয়ন পাউন্ডের সম্পত্তি জব্দ প্রধান উপদেষ্টার যেসব চাপে থাকার কথা জানালো নিউইয়র্ক টাইমস হজে গিয়ে অসুস্থ ১১১ বাংলাদেশি, হাসপাতালে ৩০ ইসলাম গ্রহণের পর জবি শিক্ষার্থীর হৃদয়ছোঁয়া আহ্বান – "একবার কুরআন পড়ুন"

ভারতে প্রথম মুসলিম মহিলা নিউরো সার্জন হলেন ডাঃ মরিয়ম আফিফা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমদ উসমান।।

ভারতের মালেগাঁও শহরের মধ্যবিত্ত পরিবারের মেয়ে ডাঃ মরিয়ম আফিফা সর্বভারতীয় স্তরে ১৩৭ তম স্থান অর্জন করেছেন। একে  মুসলিম উম্মাহ ও  মালেগাঁও শহরের জন্য গর্বের  বলে বিবেচনা করা হচ্ছে।

ডাঃ মরিয়ম আফিফা নিজের ইচ্ছা ও আগ্রহে পোস্ট গ্রাজুয়েট নিউরো সার্জারিতে স্কলারশিপ পেয়ে ওসমানিয়া মেডিকেল কলেজ হায়দ্রাবাদে ভর্তি হন।

ডক্টর মরিয়ম আফিফার প্রাথমিক পড়াশোনা মালেগাঁও তেহজিব প্রাথমিক বিদ্যালয়ের উর্দু মিডিয়াম থেকে হয়েছিল। তিনি বৃত্তি পরীক্ষায় মেধা তালিকায় ১ম স্থান অর্জন করেছিলেন।

ডঃ মরিয়ম আফিফার মা হায়দরাবাদের একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন এবং তিনি একজন আলেমা। তাই মরিয়মও তার মায়ের সাথে হায়দরাবাদে চলে আসেন এবং সেখানে তিনি প্রিন্সেস দোরেশ্বর গার্লস হাই স্কুল থেকে এস এস সি পরীক্ষায় উত্তীর্ণ হন ও সরকারি স্বর্ণপদক লাভ করেন।

২০১০ সালে এস জুনিয়র কলেজ হায়দরাবাদ থেকে ৯৭% মার্কসহ দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান অধিকার করেন। ২০১৬ সালে ওসমানিয়া মেডিকেল কলেজ হায়দরাবাদ থেকে এমবিবিএস শেষ করে তিনি কলেজের সবার শীর্ষে ছিলেন এবং পাঁচটি স্বর্ণপদক পেয়েছিলেন।

ডঃ মরিয়ম আফিফা ২০২০ সালে (জেনারেল সার্জারি-এমএস) উল্লেখযোগ্য সাফল্য অর্জনের জন্য এস সুপার স্পেশালিটি কোর্সে পরীক্ষা দিয়ে পাস করেছেন এবং এনইইতে আসার পরে তিনি স্কলারশিপ নিয়ে নিউরো সার্জারিতে ভর্তি হন। এবং প্রথম মুসলিম মহিলা নিউরোসার্জন হতে চলেছেন।

এনটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ