মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মাহরাম ছাড়াই হজ করতে পারবেন নারীরা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সারিব সুইজা: এ বছরের হজের জন্য তিনটি প্যাকেজ অনুমোদিত হয়েছে। এ প্যাকেজগুলো অনুমোদন করার সময় সৌদি সরকারি মন্ত্রণালয় ঘোষণা দিয়েছে, ‘যে কোনো মহিলা মাহরাম ব্যতীত হজ পালনের ইচ্ছা পোষণ করলে তারা অনলাইনে নিবন্ধন করতে পারবে।’

সৌদি সরকার জানিয়েছে যে, রোববার থেকে শুরু হওয়া অনলাইন নিবন্ধকরণ প্রক্রিয়ায় নির্ধারিত তিনটি প্যাকেজে ২৩ জুন রাত 10 টা পর্যন্ত চলবে। অনুমোদিত তিনটি প্যাকেজের দাম হ'ল, ১৬৫৬০.৫ বা ৪৪৪২৬ সৌদি রিয়াল, ১৪৩৮১.৯৫ এবং ১২১১৩.৯৫ সৌদি রিয়াল। প্রতিটি প্যাকেজে ‘মান সংযোজন কর’ অন্তর্ভুক্ত করা হবে।

হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের ওয়েবসাইট জানায়, এবার লোকজনকে বাসে করে হজের পবিত্র স্থানগুলোতে নিয়ে যাওয়া হবে এবং প্রতিটি বাসে ২০ জন করে যাত্রী থাকবে। যাত্রীদের মিনায় দিনে তিনবার এবং আরাফাতে একদিনে দু'বার খাবার, প্রাতরাশ এবং মধ্যাহ্নভোজন পরিবেশন করা হবে। নৈশভোজ হবে মুজদালিফায়।

এছাড়া অন্যান্য খাবার ও পানীয়ের সুবিধাও পাওয়া যাবে তবে হাজীদের তাদের খাবার মক্কা থেকে বাইরে নিতে দেওয়া হবে না।

-কেএল

 


সম্পর্কিত খবর