মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


মৃত্যু কেবল আপন তোমার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মৃত্যু কেবল আপন তোমার
ইমরান নাজির

মৃত্যু কভু পর হবে না
যদিও সবাই হয়,
মৃত্যু তোমার আনবে ডেকে
এই জীবনের লয়।

মৃত্যুকে তাই ভয় করো ভাই
সদা স্মরো তাকে,
নাও নিয়ে নাও প্রস্তুতি তার
কাজের ফাঁকে ফাঁকে।

মৃত্যু কেবল আপন তোমার
নিয়ে যাবে কবর,
আপন আপন বলছো যাদের
রাখবেনা কেউ খবর।

প্রাণপাখিটা উড়ে গেলে
রাখবেনা কেউ ঘরে,
বাঁশ বাগানে আসবে রেখে
লাশটা কাঁধে করে।

চোখের পানি ফেলবে খানেক
থাকবে দু'দিন শোকে,
মেজবানি-ভাত দিতে দেরি
ভুলবে তোমায় লোকে।

ঠিকানাঃ সন্তোষপুর, সন্দ্বীপ, চট্টগ্রাম। শিক্ষার্থী, আলিম ২য় বর্ষ, বায়তুশ শরফ আদর্শ কামিল (অনার্স-মাস্টার্স) মাদরাসা, চট্টগ্রাম।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ