মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


গুলশানের ফ্ল্যাটে তরুণীর লাশ, আত্মহত্যার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজধানীর গুলশানের এক বাড়ি থেকে এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মোসারাত জাহান মুনিয়া নামের মেয়েটি ঢাকার একটি কলেজে পড়তেন। সোমবার সন্ধ্যায় গুলশান-২ নম্বরের ১২০ নম্বর সড়কের এক ফ্ল্যাটে তার লাশ ‘সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায়’ পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে।

গুলশান বিভাগের অতিরিক্ত উপকমিশনার নাজমুল হাসান ফিরোজ বলেন, মেয়েটির বাড়ি কুমিল্লা শহরে, তার পরিবার সেখানেই থাকে। তিনি এখানে থেকে পড়াশুনা করতেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, ওই ফ্ল্যাটে মেয়েটি একাই থাকতেন।

পুলিশ সিসি ক্যামেরার ফুটেজ ও মোসারাতের ব্যবহৃত ডিজিটাল ডিভাইসগুলো জব্দ করেছে। তার মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

এদিকে তার মৃত্যুতে বাদী হয়ে আপন বোন নুসরাত জাহান একটি আত্মহত্যার মামলা দায়ের করেছেন গুলশান থানায়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর