মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে

বড় বৌয়ের দেনমোহর দিতে ছোট বৌকে ৭ টুকরো করলো পাষণ্ড স্বামী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: প্রথম স্ত্রীকে তালাক দিতে দ্বিতীয় স্ত্রীর বোনের মাধ্যমে পরিবারের কাছে মোহরানা বাবদ ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন স্বামী। পরিবার ওই টাকা দিতে অস্বীকার করায় দ্বিতীয় স্ত্রী রেহনাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ সাত টুকরো করেন পাষণ্ড স্বামী। তার নাম জুয়েল। এ ঘটনায় জুয়েলকে গ্রেফতার করেছে পুলিশ।

এদিকে, জয়দেবপুর থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন নিহত রেহানার ভাই হোসেন। ঢাকার গাজীপুরে স্বামীর হাতে খুন হওয়া ওই গৃহবধূ রেহানা আক্তারের বাড়ি সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার পশ্চিম মেরুয়াখলা গ্রামে। চাঞ্চল্যকর ওই খুনের ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বামী জুয়েলের ফাঁসির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সরেজমিনে গিয়ে জানা যায়, কিছুদিন আগে রেহানার স্বামী জুয়েল সলুকাবাদ ইউনিয়নের কাজীরগাঁও গ্রামের তাছলিমা আক্তারকে বিয়ে করেন। তিনি এক মেয়ের জননী। তাকে তালাক দেয়ার জন্য দ্বিতীয় স্ত্রী রেহানার বড় বোন নূরজাহানের মাধ্যমে তাদের পরিবারের কাছে নগদ ১ লাখ ৩০ হাজার টাকা দাবি করেন। ওই টাকা দিতে না পারায় রেহানাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ সাত টুকরো করেন জুয়েল।

সোমবার (০৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলা ধনপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পশ্চিম মেরুয়া খলা গ্রামে রেহানাদের বাড়িতে গিয়ে দেখা যায়, রেহানার মরদেহের অপেক্ষা করছেন পরিবারের স্বজনরা। পশ্চিম মেরুয়াখলা গ্রামের রাজমিস্ত্রী আব্দুল মালেক ও দিলারা বেগম দম্পতির চার সন্তানের মধ্যে যমজ ভাই হোসেন শহীদ ও রেহানা আক্তার।

ধনপুর আছমত আলী পাবলিক উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও রেহানার বান্ধবী রুবিনা আক্তার জানায়, রেহানা স্কুল জীবনে খুব ভালো ছাত্রী ছিল। পরিবারের অভাব অনটন এবং সম্পর্কের কারণে অষ্টম শ্রেণি থেকে নবম শ্রেণিতে ওঠার পর স্বেচ্ছায় লেখাপড়া বাদ দিয়ে দেয়। সে খুব শান্ত স্বভাবের মেয়ে ছিল। কারও সঙ্গে ঝগড়া বিবাদ করত না।

পলাশ হাজেরা খাতুন মুসলিম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী রেহানার ফুফাতো ভাই জাকির হোসেন বলেন, তার সহজ সরল বোনকে নানান প্রলোভন দেখিয়ে বিয়ে করেছে। সে আগে আরেকটি মেয়ের সঙ্গে প্রতারণা করে বিয়ে করেছে। রেহানার ফুফু কল্পনা খাতুন জানান, জুয়েল বখাটে প্রকৃতির ছেলে। সুন্দরী মেয়ে দেখলে সে উত্যক্ত করতো।

প্রতিবেশী সাফিয়া খাতুন বলেন, রেহানার বাবা একজন রাজমিস্ত্রী। তিনি দিনমজুর হিসেবে কাজ করে সংসার চালান। রেহানাকে নিয়ে তার বাবার অনেক স্বপ্ন ছিল। জুয়েল তার স্বপ্নের সমাধি করেছেন। অভিযুক্ত জুয়েলের বড় ভাই নজরুল ইসলাম বলেন, এ ঘটনা জড়িত থাকলে তার ফাঁসি হওয়া দরকার। আমি তার শাস্তি চাই। আর জড়িত না থাকলে খালাস পাওয়া উচিৎ।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সুরঞ্জিত তালুকদার বলেন, ঘটনাস্থল গাজীপুর সেখানে সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন হবে। এখানে বিশেষ কিছু করার নেই।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ