মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


একনজরে 'মুসলিম উম্মাহর ইতিহাস' গ্রন্থের কিছু বৈশিষ্ট্য

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: মাওলানা ইসমাইল রেহান রচিত ‘তারিখে উম্মতে মুসলিমা’ গ্রন্থটির পটভূমি সৃষ্টির সূচনাকাল থেকে বর্তমান সময় পর্যন্তকার সমস্ত ইতিহাস। ইসমাইল রেহান সাহেবের এই বিশাল কর্মযজ্ঞ দেখে যুগশ্রেষ্ঠ আলেম, ফকিহ আল্লামা তাকি উসমানি দা. বা. মন্তব্য করেছেন—

‘ইতোপূর্বে আমাদের অনেক ইমাম উম্মাহর পূর্ণাঙ্গ ইতিহাস লিপিবদ্ধ-করণের কাজ শুরু করেছিলেন, কিন্তু তা শেষপর্যন্ত কেউই পূর্ণ করতে পারেননি। আলহামদুলিল্লাহ, বহুদিন পর আমাদের মাওলানা ইসমাইল রেহান সেই গুরুদায়িত্ব আঞ্জাম দিয়ে উঠছেন। তিনি বর্ণনাগুলোকে চুলচেরা বিশ্লেষণ করে ইসলামি ইতিহাসের সব স্পর্শকাতর যুগের প্রকৃত তত্ত্ব অত্যন্ত নিখুঁতভাবে উপস্থাপন করেছেন৷ সত্যি, মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ তাঁকে পুরোপুরি আচ্ছাদিত করে রেখেছে।’

একনজরে ‘মুসলিম উম্মাহর ইতিহাস’ গ্রন্থের কিছু বৈশিষ্ট্য

১. হজরত আদম আ.-এর সময়কাল থেকে বর্তমান পর্যন্ত সমস্ত ইতিহাসের প্রথম পূর্ণাঙ্গ দালিলিক গ্রন্থ

২. রাসুল সা. এবং সাহাবিদের সিরাত বর্ণনার ক্ষেত্রে যেসব অনির্ভরযোগ্য তথ্যসূত্র আছে, তা থেকে সম্পূর্ণ মুক্ত

৩. ঐতিহাসিক বর্ণনাগুলোকে মুহাদ্দিসগণের মূলনীতি অনুসারে সূক্ষ্ম বিচার-বিশ্লেষণ

৪. মাগাজি এবং মুশাজারাত, তথা রাসুলের যুদ্ধাভিযান ও সাহাবিদের পারস্পরিক দ্বন্দ্ব-সংক্রান্ত বর্ণনাগুলোর ওপর হাদিসের ছাত্র-শিক্ষকদের জন্যে অত্যন্ত উপকারী ব্যাখ্যামূলক আলোচনা

৫. রিজালশাস্ত্রের আলোকে ইতিহাসের বর্ণনাগুলোর সনদ-বিশ্লেষণ এবং বর্ণনাকারীদের সম্পর্কে আলোচনা

৬. আহলে সুন্নাত ওয়াল জামাতের সর্বসম্মত আকিদা ও মতাদর্শের সমর্থনে কোরআন হাদিস ও শক্তিশালী যৌক্তিক দলিলের সমাহার

৭. বিভিন্ন সম্প্রদায় ও ঘরানার উদ্ভব নিয়ে গবেষণা এবং মূলনীতির আলোকে তাদের ভ্রান্ত মতাদর্শের সমালোচনা

৮. দাওয়াত ইলাল্লাহ ও জিহাদ ফি সাবিলিল্লাহ-সংক্রান্ত ঘটনাবলির বিস্তৃত বিবরণ

৯. ইসলামি ইতিহাসে সংঘটিত বড় বড় যুদ্ধের বিস্তারিত আলোচনা

১০. ঘটনাবলির, বিশেষত সিরাতুন্নবি ও মাগাজির সঠিক দিনক্ষণ উল্লেখ ও যথাসাধ্য খ্রিস্টীয় বর্ষপঞ্জি উল্লেখের প্রচেষ্টা

১১. মৌলিক, প্রাচীন ও নির্ভরযোগ্য সূত্রগ্রন্থ থেকে তথ্য আহরণ

১২. প্রতিটি বর্ণনার পরিপূর্ণ সূত্র উল্লেখ

১৩. মহান মুসলিম খলিফা, সুলতান এবং প্রসিদ্ধ মনীষীদের বিরুদ্ধে ভ্রান্ত দল, সেক্যুলার ঐতিহাসিক ও প্রাচ্যবিদদের প্রোপাগাণ্ডার প্রমাণভিত্তিক অপনোদন

১৪. যায়গায় যায়গায় ইতিহাস থেকে আহরিত শিক্ষা ও উপদেশের উল্লেখ

১৫. ঝরঝরে সুমিষ্ট চিত্তাকর্ষক গদ্যভঙ্গি ইত্যাদি

(মূল বইটি ৬ খণ্ডে সমাপ্ত হতে চলেছে। ইতোমধ্যে প্রকাশ পেয়েছে ৪ খণ্ড; যার পৃষ্ঠাসংখ্যা ৩,৮১৬ (বড় সাইজ)। আমরা এই ৪ খণ্ডের বাংলা অনুবাদ ১৫ খণ্ডে সম্পন্ন করব। পৃষ্ঠাসংখ্যা দাঁড়াবে ৬,৫০০। অনূদিত ১৫ খণ্ডের প্রথম ৬ খণ্ড ইতোমধ্যে প্রকাশ পেয়েছে। বাকিগুলো আগামী মার্চে প্রকাশিত হবে ইনশাআল্লাহ।)

অর্ডার করতে লিংকে প্রবেশ করুন- https://cutt.ly/cleA9kO

বই : মুসলিম উম্মাহর ইতিহাস
লেখক : মাওলানা ইসমাইল রেহান
প্রকাশক : ইত্তিহাদ
কাগজ : ৮০ গ্রাম অফহোয়াইট
পৃষ্ঠা : ২,৫০০
মূদ্রিত মূল্য : ৩,৪০০
বিক্রয় মূল্য : ১,৭০০


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ