মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি শাইখুল হাদীস মাওলানা সাইয়েদ মুহাম্মদ আাকিল (রহ.)-এর জীবন ও অবদান

আওয়ার ইসলামের আয়োজনে প্রকাশিত হলো ‘দাওয়াতুল হক ইজতেমা বুলেটিন’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হবে ইসলাহী ইজতেমা। আগামীকাল (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসায় বাদ ফজর থেকে শুরু হবে এ ইজতেমা। দিনব্যাপী চলবে ইসলাহী ইজতেমার কার্যক্রম। এতে আখেরী বয়ান ও মুনাজাত পরিচালনা করবেন মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীরুল উমারা আল্লামা মাহমুদুল হাসান।

ইজতেমা উপলক্ষে মজলিসে দাওয়াতুল হক ও জনপ্রিয় অনলাইন পোর্টাল আওয়ার ইসলাম এর যৌথ উদ্যোগে বুলেটিন প্রকাশিত হয়েছে। নাম ‘আওয়ার ইসলাম দাওয়াতুল হক ইজতেমা বুলেটিন ২০২১’। বুলেটিনটির তত্ত্বাবধান করেছেন মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান। এতে দেশের খ্যাতিমান আলেম ও ইসলামিক স্কলারদের লেখা স্থান পেয়েছে। বুলেটিনের প্রধান সম্পাদক মাওলানা নেয়ামাতুল্লাহ আল ফরীদি। আর সম্পাদক মুফতি হুমায়ুন আইয়ুব।

বাংলাদেশে থানভি সিলসিলার মেহনতের নাম মজলিসে দাওয়াতুল হক। সুন্নাতের উপর জোড় দেয়া এ ইসলাহী মেহনতের মাধ্যমে অনেক মানুষ দীন পেয়েছে। সুন্নাতের পথ খোঁজে পেয়েছে। মজলিসে দাওয়াতুল হকের ইজতেমা আয়োজনের সকল প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। ইজতেমা উপলক্ষে যাত্রাবাড়ী মাদরাসায় ছাত্র-শিক্ষকদের মাঝে আনন্দঘন পরিবেশ বিরাজ করছে।

মাদরাসার তাকমিল জামাতের ছাত্র মুহাম্মদ আব্দুল্লাহ আওয়ার ইসলামকে জানিয়েছেন, ইসলাহী ইজতেমা উপলক্ষে মাদরাসায় সাজসাজ পরিস্থিতি তৈরি হয়েছে। সকল প্রস্তুতি উস্তাদদের নেগরানীতে আমরা সম্পন্ন করেছি।

বর্তমানে মজলিসে দাওয়াতুল হক বাংলাদেশের আমীরুল উমারার দায়িত্ব পালন করছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের (ভারপ্রাপ্ত) সভাপতি, বাংলাদেশ কওমি শিক্ষার সর্বোচ্চ অথরিটি আল-হাইয়াতুল উলইয়া লিল জামিয়াতিল কওমিয়া বাংলাদেশের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, গুলশান আজাদ মসজিদের খতীব ও যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম আল্লামা মাহমুদুল হাসান।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ