শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি খেলাফত আন্দোলনের নতুন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হক্কানী

মাটির ময়না ছবির আনু মিডিয়া ছেড়ে ধর্মের পথে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুহাম্মাদ ইয়ামিন: ২০০২ সালে তারেক মাসুদের মাটির ময়না ছবির মুল চরিত্রে অভিনয় করা আনু ২০১৩ সালে মিডিয়া জগত ছেড়ে ধর্মের দিকে মনোনিবেশ করছেন।

গত রোববার অভিনয়ে জাতীয় পুরস্কার পাওয়া আনু সাথে সাক্ষাৎ করে তার বর্তমান পরিস্থিতির কথা জানতে চাইলে তিনি বলেন, আলহামদুলিল্লাহ, মিডিয়া ছেড়ে আমি বেশ ভালো আছি। মিডিয়া জগতে অনেকেই আমার সাথে প্রতারণা করছে। আমাকে ব্যবহার তারা উপরে উঠছে কিন্তু তারা আমাকে উপরে উঠাননি।

কিন্তু মিডিয়ার রঙ্গিন জগত ছেড়ে এখন আমি বেশ ভালো আছি। ২০১৩ সালে আমি আল্লাহর রাস্তায় তাবলীগ জামাতের তিন চিল্লার সফর করি। রংপুরসহ বেশ কয়েকটি জেলাতে আমার সফর পরে। এ ছাড়াও অনেক বার তিন তিন করে জামাতে সময় দিয়েছি। কাকরাইলের মারকাজেও খেদমতে ছিলাম দশ দিন।

কমান্ডো মুভির বিষয় জানতে চাইলে তিনি বলেন, মিডিয়া সব সময়ে ইসলামকে হেয় করতে চায় তাই তারা এমন ছবি তৈরী করে। কমান্ডো ছবিতে কালেমার পতাকা নিয়ে যা করা হয়েছে তা অত্যন্ত ঘৃন্য ও নিন্দনীয়। তিনি আরও বলেন, আমাদের প্রত্যেকের এই ছবিটি বর্জন করতে হবে।

আনু বলেন, দ্বীনের পথে আসায় এখন আমি আর অযথা আড্ডা দেই না, গান শুনি না, ছবি দেখি না। সব ত্যাগ করেছি। এক প্রশ্নের উত্তরে জবাবে তিনি বলেন, কেউ এখন আর আমাকে প্রলোভন দেখিয়ে মিডিয়া নামক রঙ্গিল জগতে অন্তর্ভুক্ত করতে পারবে না। তবে কেউ যদি ইসলামী কন্টেন্ট তৈরীর জন্য প্রপোজ করেন তাহলে আনু প্রস্তুত আছি।

-এএ


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ