মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


‘গ্লোবাল পিস অ্যাওয়ার্ড’ পেলেন নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি আলেম মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: নিউইয়র্ক প্রবাসী বাংলাদেশি সাংবাদিক, শিক্ষক, ইসলামিক স্কলার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহ এ বছর গ্লোবাল পিস অ্যাওয়ার্ড অর্জন করেছেন। এই অ্যাওয়ার্ড প্রদান করা হচ্ছে ‘অ্যাকসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল’ (আহরি) এর পক্ষ থেকে।

সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে অসাধারণ কাজ করে যাচ্ছেন মুহাম্মদ শহীদুল্লাহ। বিশেষ করে সমাজে শান্তি প্রতিষ্ঠার মহৎ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে তিনি। এক্ষেত্রে আন্তধর্মীয় সংলাপসহ বিভিন্ন বিষয়ে তার উদ্যোগ বিশ^ব্যাপী শান্তি প্রতিষ্ঠায় কার্যকর ভ‚মিকা রাখছে বলে আমাদের বিশ্বাস।

এক বার্তায় ‘অ্যাকসেস টু হিউম্যান রাইটস ইন্টারন্যাশনাল’ (আহরি) এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রফেসর ড. এমএ হক এমন অর্জনের জন্য মুহাম্মদ শহীদুল্লাহকে শুভেচ্ছা জানিয়েছেন। তিনি বলেন, আমরা মুহাম্মদ শহীদুল্লাহর উত্তরোত্তর সাফল্য কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর