মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুমাইয়া শেহতাজ।।

সাজানো পরিপাটি ঘর কার না ভালো লাগে। সারাদিনের কর্মব্যস্ততার পর বাসায় ফিরে যদি দেখেন আপনার ঘরটি এলোমেলো হয়ে আছে, তখন এটি আপনার প্রশান্তি নষ্ট করার জন্য যথেষ্ট। তাই গুছিয়ে রাখুন আপনার ঘরটি। ঘর হোক আপনার মনের মতো। জেনে নিন ঘর গুছিয়ে রাখার সহজ কিছু টিপস-

এক- প্রথমে পরিকল্পনা করে নিন: আপনার ঘরে কোথায় কোন জিনিস রাখতে চান। এতে সহজেই গুছিয়ে নিতে পারবেন আপনার ঘর। সবার আগে গুছিয়ে নিতে পারেন আপনার শোবার ঘর।

দুই- আপনার ঘরের আলমারিটা গুছিয়ে নিন: কাপড়গুলো এমনভাবে গুছিয়ে রাখুন যেন প্রয়োজনের সময় খুঁজতে না হয়, সহজেই পাওয়া যায়। এ ক্ষেত্রে ছোট জিনিসগুলো রাখতে পারেন ড্রয়ারে। নিত্যদিনের ব্যবহার্য কাপড়গুলো আলাদা করে রাখুন এবং কোনো অনুষ্ঠানে পরার কাপড় হ্যাঙ্গারে ঝুলিয়ে আলাদা করে রাখতে পারেন।

তিন- গুছিয়ে নিন আপনার ড্রেসিং টেবিলটি: প্রয়োজনীয় জিনিসগুলো ড্রেসিং টেবিলের উপরে রেখে বাকি জিনিসগুলো ড্রয়ারে রেখে দিন। এতে আপনার ড্রেসিং টেবিলটি থাকবে গোছানো।

চার- জিনিস ফাঁকা ফাঁকা রাখুন: আপনার ঘরের আসবাবগুলো গোছনোর সময় একটু ফাঁকা ফাঁকা রাখার চেষ্টা করুন। এতে ধুলো-বালি সহজে পরিষ্কার করতে পারবেন।

পাঁচ- জুতার র‌্যাক: জুতার র‍্যাক গোছানোর ক্ষেত্রে আলাদা আলাদা তাকে জুতাগুলো সাজিয়ে রাখুন। যেমন- আফিসে পরার জুতা আলাদা তাকে রাখুন। তেমনি বাইরে পরার জুতাও আলাদা করে গুছিয়ে রাখুন। যেন প্রয়োজনে সহজেই এগুলো হাতের কাছে পান।

ছয়- রান্নাঘর গোছানোর ক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখুন: কেবিনেটের মধ্যে হাড়ি-পাতিলগুলো সাজিয়ে রাখতে পারেন। আলাদা আলাদা বক্সে রাখতে পারেন মসলা। কেবিনেটের সামনের দিকের ড্রয়ারে রাখতে পারেন প্রতিদিনের ব্যবহারের বাসনপত্র।

পরিষ্কার ও গোছানো ঘর পেতে খুব সহজেই এভাবে গুছিয়ে নিতে পারেন আপনার ঘর। এতে আপনার সময় আপচয় কম হবে, অন্যদিকে আপনি পাবেন একটি পরিষ্কার গোছানো ঘর।

-কেএল/কাউসার লাবীব


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ