মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত 

খাস কমিটির বৈঠক: বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মোস্তফা ওয়াদুদ: বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বেফাক) এর খাস কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়েছে।নির্ধারিত হয়েছে বেফাকের কেন্দ্রীয় পরীক্ষার তারিখ। আগামী ১৮ মার্চ-২০২১ তারিখ থেকে ২৫ মার্চ-২০২১ তারিখ পর্যন্ত মোট ৮ দিন অনুষ্ঠিত হবে কেন্দ্রীয় পরীক্ষা। বেফাকের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মাহফুজুল হক আওয়ার ইসলাম টোয়েন্টিফোর ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

আজ রবিবার (১৮ অক্টোবর) বেফাকের কেন্দ্রীয় অফিস যাত্রাবাড়ীর কাজলায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর ভারপ্রাপ্ত সভাপতি, হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, যাত্রাবাড়ী মাদরাসার মুহতামিম ও গুলশান সেন্ট্রাল মসজিদের খতীব আল্লামা মাহমুদুল হাসান।

উপস্থিত ছিলেন, বেফাকের ভারপ্রাপ্ত সিনিয়র সহ-সভাপতি, হাইয়াতুল উলইয়ার কো-চেয়ারম্যান ও বারিধারা মাদরাসার মুহতামিম আল্লামা নূর হোসাইন কাসেমী, বেফাকের সহ-সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর), মাওলানা নুরুল ইসলাম জিহাদী, মাওলানা ছফিউল্লাহ, মাওলানা আব্দুল হক মোমেনশাহী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুসলেহ উদ্দীন রাজু, বেফাকের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহকারী মহাসচিব মাওলানা নূরুল আমিন, বেফাকের কোষাধ্যক্ষ মুফতি মুনীরুজ্জামান।

মাওলানা মাহফুজুল হক জানান, বৈঠকের শুরুতেই সদ্যপ্রয়াত সভাপতি আল্লামা শাহ আহমদ শফী রহ. এর রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন, ভারপ্রাপ্ত সভাপতি আল্লামা মাহমুদুল হাসান।

তিনি আরও জানান, কেন্দ্রীয় পরীক্ষার তারিখ নির্ধারণ হওয়ার পাশাপাশি এ বছর মাদরাসাগুলোতে বছরের মাঝখানে দুটি পরীক্ষার বদলে একটি পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ