মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

দেবরকে খুন করে নিজ ঘরে লাশ পুঁতে রাখল ভাবি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেবরকে খুন করে নিজ ঘরে লাশ পুঁতে রাখল ভাবি। কুমিল্লার দেবিদ্বারে ঘটেছে এমন চাঞ্চল্যকর ঘটনা।

জানা গেছে, দেবরকে খুনের পর স্বামীর সহযোগিতায় দেবরের লাশ বস্তাবন্দি করে ঘরের ভেতরেই পুঁতে রাখে ভাবি। পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। খুন হওয়া এ দেবরের নাম সোহেল মিয়া।

আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার দক্ষিণ ভিংলাবাড়ী গ্রামের বাসিন্ধা। তার পিতার নাম মৃত আবুল কাশেম। ঘটনার পর থেকেই নিহত দেবরের আপন ভাই ইব্রাহিম পলাতক রয়েছে। পুলিশ তার স্ত্রী রোজিনা বেগমকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৩০ আগস্ট পারিবারিক বিরোধের জের ধরে মৃত আবুল কাশেমের ছেলে ইব্রাহিম ও সোহেল মিয়ার মারামারি হয়। ভাবি রোজিনা বেগম তার স্বামী ইব্রাহিমকে নিয়ে সোহেলকে পিটিয়ে মারাত্মক আহত করে। কিছুক্ষণ পর সোহেল মারা যান।

ঘটনা ধামাচাপা দিতে দেবরের লাশ বস্তাবন্দি করে তার নিজ ঘরেই পুঁতে রাখেন। বেশ কয়েক দিন ধরে তাকে খুঁজে না পেয়ে নিহতের ভাগ্নে মাইনুদ্দিন তার খবর জানতে চান। এ সময় ভাবি রোজিনা বেগম জানান, সোহেলকে মাদক নিরাময় কেন্দ্রে দেয়া হয়েছে।

স্বজনরা কোন নিরাময় কেন্দ্রে তাকে দেয়া হয়েছে, জানতে চাইলে রোজিনা বেগম তাদের প্রশ্নের উত্তর না দিয়ে আত্মগোপন করেন। পরে প্রতিবেশীরা ইব্রাহিমের স্ত্রী রোজিনা বেগমকে চাপ দিলে সোহেলের লাশ পুঁতে রাখার কথা জানান তিনি।

খবর পেয়ে দেবিদ্বার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

এ বিষয়ে দেবিদ্বার থানার পরিদর্শক মেজবাহ উদ্দিন জানান, নিজ ঘরে এক যুবকের লাশ পুঁতে রাখা হয়েছে স্থানীয়দের দেয়া এমন তথ্যের ভিত্তিতে সেখানে আমরা অভিযান চালাই। ইব্রাহিমের স্ত্রীর দেয়া তথ্যের ভিত্তিতে সোহেল মিয়ার লাশ উদ্ধার করা হয়।

এমডব্লিউ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ