মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বাংলা একাডেমির সভাপতি হলেন শামসুজ্জামান খান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলা একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ পেয়েছেন প্রতিষ্ঠানটির সাবেক মহাপরিচালক খ্যাতিসম্পন্ন ফোকলোরবিদ ও গবেষক শামসুজ্জামান খান।

রোববার সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় শামসুজ্জামান খানকে তিন বছরের জন্য একাডেমির সভাপতি হিসেবে নিয়োগ দিয়ে আদেশ জারি করেছে। সভাপতির দায়িত্ব এবং অন্যান্য কার্যাবলি ‘বাংলা একাডেমি আইন-২০১৩’ অনুযায়ী নিয়ন্ত্রিত হবে।

২০১২ সালের ১৩ ডিসেম্বর থেকে বাংলা একাডেমির সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামান। গত ১৪ মে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এদিকে সভাপতি হিসেবে নিয়োগের বিষয়টি জেনেছেন তবে আদেশের চিঠি হাতে পাননি বলে গণমাধ্যমকে জানিয়েছেন শামসুজ্জামান খান।

উল্লেখ্য, শামসুজ্জামান খান টানা ১০ বছর বাংলা একাডেমির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার জন্ম মানিকগঞ্জ জেলায় ১৯৪০ সালে। রাষ্ট্রীয় সর্বোচ্চ স্বাধীনতা পদক এবং একুশে পদক পেয়েছেন তিনি। বাংলা একাডেমি ছাড়াও তিনি ১৯৯৭ থেকে ২০০১ সাল পর্যন্ত বাংলাদেশ জাতীয় জাদুঘরের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক হিসেবেও কাজ করেছেন।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ