মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


দাওরায়ে হাদীস পরীক্ষার সময়সূচি প্রকাশ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আল-হাইআতুল উলয়া লিল-জামি‘আতিল কওমিয়া বাংলাদেশ-এর অধীনে চলতি শিক্ষাবর্ষের দাওরায়ে হাদীস (তাকমিল) পরীক্ষা শুরু হবে ১৩ শাবান মোতাবেক ৬ এপ্রিল। শেষ হবে ২৩ শাবান ১৬ এপ্রিল।

সংস্থাটির পরীক্ষা নিয়ন্ত্রক মাওলানা ইসমাইল বরিশালী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিদিন সকাল ৯ টা থেকে ১২ টা ৩০ মিনিট পর্যন্ত পরীক্ষা চলবে। তবে ১০ এপ্রিল (শুক্রবার) সকাল ৮ টা থেকে ১১ টা  ৩০ মিনিট পর্যন্ত চলবে।

৯ এপ্রিল ১৫ শা‘বান (বৃহস্পতিবার) ‘শবে বরাতের’ বিরতি। চাঁদ দেখার হিসেবে ‘শবে বরাত’ ৯ এপ্রিল দিবাগত রাতে হলে ১০ এপ্রিল (১৫ শা‘বান) শুক্রবার পরীক্ষার বিরতি থাকবে। সে ক্ষেত্রে ৯ এপ্রিল (বৃহস্পতিবার)মুসলিম-২য় খন্ড, ১১ এপ্রিল শনিবার বুখারী-১ম খন্ড এবং ১২ এপ্রিল রবিবার মুসলিম-১ম খন্ড পরীক্ষা হবে। পরবর্তী পরীক্ষা রুটিন অনুযায়ী অপরিবর্তিত থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পরীক্ষার্থীদের ১ম দিন পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট পূর্বে এবং পরবর্তী দিন থেকে ১৫ মিনিট পূর্বে পরীক্ষার হলে অবশ্যই প্রবেশ করতে হবে।

কিরাআত (মৌখিক) পরীক্ষা প্রধান নেগরানের দেয়া ঘোষণা অনুযায়ী যে কোন দিন বিকালে/রাতে নেয়া হবে। কিরাআতের নম্বর মূল পরীক্ষার নম্বরের সাথে যোগ হবে না। সনদ পাওয়ার জন কিরাআতে উত্তীর্ণ হওয়া শর্ত।

No photo description available.

পরীক্ষার রুটিন পিডিেএফ পেতে ক্লিক করুন

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ