বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

বইমেলায় মাহমুদুল হক জালীসের ‘ইসলামিক মোটিভেশন'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: অমর একুশে গ্রন্থমেলায় প্রকাশিত হয়েছে লেখক মাহমুদুল হক জালীসের বই ‘ইসলামিক মোটিভেশন'। প্রচ্ছদ করেছেন ধ্রুব এষ। প্রকাশ করেছে ঐতিহ্য প্রকাশনী। বইমেলায় প্যাভিলিয়ন ১৪- ঐতিহ্যের স্টলে পাওয়া যাচ্ছে বইটি। বইটির মুদ্রিত মূল্য ৩৭০টাকা।

বইয়ের ফ্লাপে লেখা হয়েছে, জীবন পরিবর্তনশীল। সুখ-দুখের সংমিশ্রণে যার বসবাস। হতাশার যানবাহনে যার চলাচল। শান্তির বাতাসে যার আশ্রয়। পেরেশানির আঁধারে যার ডুবে থাকা। দু্শ্চিন্তার গহ্বরে যার হারিয়ে যাওয়া।

বিষণ্ণতার সমুদ্রে যার পথভোলা। আনন্দের ডানায় যার ওড়াওড়ি। সুখের পাহাড়ে যার আরোহণ। কষ্টের পানিতে যার পিপাসা নিবারণ। কল্পনার জগতে যার সদর্প বিচরণ। আশা-নিরাশার দোচালায় যার ভরসা। স্বপ্ন-বাস্তবতায় যার সীমানা। সফলতা-ব্যর্থতায় যার সমাপ্তি।

— এ সবকিছু কোনো না কোনোভাবে মানুষের জীবনের সাথে এসে মিশে যায়। ডিপ্রেশনে ভুগাতে থাকে প্রতিটি পরতে পরতে। এটা ব্যক্তি জীবনেও হতে পারে, দাম্পত্যজীবনেও হতে পারে, পারিবারিক জীবনেও হতে পারে, সাংসারিক জীবনেও হতে পারে, এমনকি আধুনিক জীবনেও হতে পারে।

যার ফলশ্রুতিতে জীবন এসে দাঁড়াতে পারে হুমকির মুখে। ধৈর্যসীমার বাইরে চলে যেতে পারে উপায়-উপকরণ। উত্থান-পতনে উলট-পালট হয়ে যেতে পারে ফিলহাল জীবনযাপন।

সুতরাং এ সকল পরিস্থিতি কীভাবে একজন মানুষ মোকাবেলা করবে তার বিবরণ দেওয়া হয়েছে বক্ষ্যমাণ গ্রন্থটিতে। মানব-দানবের জন্য একমাত্র পাথেয় পবিত্র কুরআন-হাদিসের প্রমাণাদি বিশ্লেষণের মাধ্যমে তুলে ধরা হয়েছে সমাধান।

মোটিভেট করা হয়েছে প্রত্যেকটি বিষয়ে। আশা করি, বইটি পাঠকের সুখী-সমৃদ্ধ জীবন লাভের ক্ষেত্রে অপরিসীম ভূমিকা রাখবে।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ