মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ৫ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: যুক্তরাষ্ট্রে একটি কমিউটার বিমান বিধ্বস্ত হয়ে পাঁচ জন নিহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দেশটির আলাস্কায় এ ঘটনা ঘটে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সিএনএন বলছে, আলাস্কা থেকে ১২ মাইল দক্ষিণ-পশ্চিমের যুপিক গ্রামে যাত্রীবাহী ছোট বিমানটি বিধ্বস্ত হয়। এতে বিমানে থাকা পাঁচ আরোহীর সবাই নিহত হয়।

যাত্রীবাহী বিমানটি উড্ডয়নের প্রায় ২ ঘণ্টা পর বিধ্বস্ত হয়। এ সময় বিমানটি বেথেল থেকে কিপনুকে যাচ্ছিল।

এই বিষয়ে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের কর্মকর্তা অ্যালেন কেনিৎজার জানান, বিমানটির দুর্ঘটনা বিষয়ে তদন্ত করা হবে। নিহতদের মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে পাঠানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, দুর্ঘটনার পর বিমান সংস্থাটি তাদের সব ধরনের ফ্লাইট বন্ধ করেছে বলে নিজেদের ফেসবুকে পেজে জানিয়েছে।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ