মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
যারা ফ্যাসিস্টকে ফেরাতে চান তাদের তালিকা শিবিরের কাছে রয়েছে: জাহিদুল ইসলাম "হামাস থেকে মুক্তির পর ইসরায়েলে ধর্ষণের শিকার শেম" পুতিনের আমন্ত্রণে রাশিয়া যাচ্ছেন শি জিনপিং, ট্রাম্পের কপালে চিন্তার ভাঁজ! সৌদি পৌঁছেছেন ২৮ হাজার ৫৯৫ হজযাত্রী হাসনাতের গাড়িতে হামলার ঘটনায় ১০০ জনের নামে হত্যাচেষ্টা মামলা, গ্রেফতার ৪৫ পাকিস্তানের যে ‘গোপন অস্ত্র’ ঘুম কেড়ে নিচ্ছে ভারতীয়দের! এনসিপির সঙ্গে দূরত্ব বাড়ছে ইসলামপন্থীদের! "রাসূলুল্লাহ ও সাহাবিদের সম্পর্ক: ভালোবাসা ও আনুগত্যের এক অসামান্য দৃষ্টান্ত" ময়মনসিংহে ৬ থানার ওসিকে একযোগে বদলি ইউক্রেনের ড্রোন হামলার মুখে মস্কোর সব বিমানবন্দর বন্ধ

দুই খলিফার কাঁধে হাত রেখে কী বলেছেন আল্লামা আহমদ শফী?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রকিব মুহাম্মদ ।।

সম্প্রতি হেফাজত ইসলাম বাংলাদেশের আমির ও জামিয়া মইনুল ইসলাম হাটহাজারী মাদরাসার মহাপরিচালক আল্লামা শাহ আহমদ শফীর একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।

হাঁটু গেড়ে মাটিতে বসে আছেন জামিয়া রাহমানিয়া আরিাবিয়ার মুহাদ্দিস মাওলানা মামুনুল হক ও দেশের প্রখ্যাত ওয়ায়েজ মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী। তাদের কাঁধে হাত রেখে নসিহত করছেন দেশের সর্বজন শ্রদ্ধেয় মুরুব্বি আল্লামা শাহ আহমদ শফী। মন দিয়ে সেই নসিহত শুনছেন তারা।

দেশের অনেক ওলামায়ে কেরাম ও মাদরাসা শিক্ষার্থীরা ছবিটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন। প্রশংসা করে বলা হয়, এভাবেই বড়রা ছোটদের নসিহত করেন এবং ছোটরা পালন করেন।

জানা গেছে, সদ্য সমাপ্ত হওয়া উত্তর চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে অংশ নিতে গেলে আল্লামা আহমদ শফীর সঙ্গে সাক্ষাত করেন তারই দুই খলিফা মাওলানা মামুনুল হক ও মাওলানা আইয়ুবী। সেখানেই হেফাজত আমির দেশ ও ধর্মীয় মহলের বর্তমান সঙ্কট ও পরিস্তিতি মোকাবেলায় বিভিন্ন দিক-নির্দেশনা দেন তাদের।

ভাইরাল ছবিটি নিয়ে মাওলানা মামুনুল হক আওয়ার ইসলামকে বলেন, দাওয়াতের পথে আমরা যেন অব্যাহত ভূমিকা রাখতে পারি এ জন্য হুজুর আমাদের দোয়া দিয়েছেন। আমাদেরকে হিম্মত জুগিয়েছেন। বিশেষভাবে, ওয়াজ মাহফিলে খতমে নবুওয়ত বিষয়ে বেশি বেশি আলোচনা করা এবং কাদিয়ানীরা কাফের—এ বিষয়ে ব্যাপক জনসচেতনতা ও গণজনমত গড়ে তোলার প্রতি গুরুত্বারোপ করেছেন।

“কাদীয়ানিদের আকিদা ও বিশ্বাসের ব্যাপারে যে সকল বই-পুস্তক পাওয়া যায় তা বেশি বেশি অধ্যায়ন করার ব্যাপারে নির্দেশ দিয়েছেন। সাথেসাথে মানুষকে এ ব্যাপারে সচেতন করার জন্যও আদেশ দিয়েছেন হুজুর।” যোগ করেন মাওলানা মামুনুল হক।

প্রসঙ্গত, হাটহাজারী পার্বতী মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে চট্টলার ঐতিহ্যবাহী দীনি ও সেবামূলক সংগঠন আল আমিন সংস্থার তিন দিনব্যাপি তাফসীরুল কুরআন মাহফিলের সমাপনী দিবসে প্রধান অতিথির বক্তব্য রাখেন আল্লামা শাহ আহমদ শফী। একই মাহফিলে মাওলানা মামুনুল হক ও মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী বিশেষ অথিতি হিসেবে আলোচনা করেছেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ