মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি শাইখুল হাদীস মাওলানা সাইয়েদ মুহাম্মদ আাকিল (রহ.)-এর জীবন ও অবদান

ইস্তেকবালি বয়ানের মাধ্যমে ময়মনসিংহ তাবলিগের জোড় ইজতেমা শুরু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আল আমিন বাপ্পি
ময়মনসিংহ থেকে

আসন্ন বিশ্ব ইজতিমাকে সামনে রেখে ১৮ জেলার তিন চিল্লার তাবলিগী সাথীদের নিয়ে আজ সকাল সাড়ে ৯ টায় ময়মনসিংহের আকুয়া মারকাজের নির্ধারিত স্থানে জোড় ইজতেমা শুরু হয়েছে।

ময়মনসিংহ মারকাজের শুরার সাথী মাওলানা কাজি হাসান মাহমুদ আওয়ার ইসলামকে জানান, সকাল ৯ টা ৩০ মিনিটে পাকিস্তানের শুরার আলেম মাওলানা আব্দুর রহমানের ইস্তেকবালি বয়ানের মাধ্যমে জোড় শুরু হয়।

ঢাকা থেকে  হয়েছেন মাওলানা রবিউল হক, মাওলানা ফারুক আহমাদ, মাওলারনা আব্দুল মতিন ও ভারত থেকে মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইউনুস এবং পাকিস্তান থেকে মাওলানা জিয়াউল হক, মুরুব্বি হাজী হাসমত উল্লাহ্ প্রমুথ এ জোড়ে উপস্থিত হয়েছেন।


জোড়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে পুলিশ কন্ট্রোল রুমের এস আই,খলিলুর রহমান জানান, জোড় উপলক্ষে অত্র এলাকা সম্পূর্ণ নিরাপত্তা বলয়ে আনা হয়েছে। স্থাপন করা হয়েছে অসংখ্য সি সি ক্যামেরা। সেই সাথে বাংলাদেশ পুলিশের সঙ্গে বাংলাদেশ র্যাব, এবং বিজিবিও সক্রিয় অবস্থানে আছেন।

ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডাঃ শাহজাহান কবির আওয়ার ইসলামকে জানান, জোড়ে অংশগ্রহণকারী সাথীদের কোন ধরণের  শারীরিক অসুস্থতা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবে, আমরা বিনামূল্যে চিকিৎসা সেবা দিচ্ছি। আমরা এখানে ময়মনসিংহ সিভিল সার্জন ও বাংলাদেশ ডিপ্লোমা মেডিকেল এসোসিয়েশন (বি.ডি.এম.এ) এর যৌথ উদ্যোগে মেডিকেল টিম স্থাপন করেছি।

এ জোড়ে যেসব জেলার সাথীরা অংশ নিয়েছেন- ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোণা, গাজীপুর, কিশোরগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, নাটোর, সিরাজগঞ্জ, পাবনা, জয়পুরহাট, বগুড়া, রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম এবং লালমনিরহাট জেলার জোড় অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, ইজতেমা মাঠের সার্বিক প্রস্তুতি ও ইজতেমা উপলক্ষে দাওয়াত ও তাবলিগের কার্যক্রম পরিচালনার জন্য মূলত এ জোড় ইজতেমা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ব ইজতেমার সফলতার জন্য পরামর্শ ও দিক-নির্দেশনা দেওয়া হয়। শুধুমাত্র আলেম-ওলামা ও তাবলিগে তিন চিল্লা সম্পন্নকারীরা এ জোড়ে অংশগ্রহণ করতে পারেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ