রবিবার, ২৭ এপ্রিল ২০২৫ ।। ১৪ বৈশাখ ১৪৩২ ।। ২৯ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
সিরাজগঞ্জের চার আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ঘোষণা জিলকদের চাঁদ দেখতে কাল বসবে কমিটি পরীক্ষা শেষে রাস্তা পার হতে গিয়ে ট্রাকচাপায় প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর নির্বাচনে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত কক্সবাজারের সাবেক এমপি জাফর আলম ধানমন্ডি থেকে গ্রেফতার ইসলামী শক্তির ঐক্যের ডাক : ৩ মে ঢাকায় হেফাজতে ইসলামের মহাসমাবেশ চীনা কমিউনিস্ট পার্টির প্রতিনিধি দলের সঙ্গে ইসলামী আন্দোলনের  বৈঠক দেশের ৯০ ভাগ নারী এই কমিশনের বিরুদ্ধে: আমিরে মজলিস প্রধান উপদেষ্টা বরাবর আরিফ বিন হাবিবের খোলা চিঠি শ্রীমঙ্গলের মোহাজিরাবাদ গ্রামে গান-বাজনা নিষিদ্ধ ঘোষণা

সুন্দর ছবি পেতে বাছাই করা ৫ অ্যাপ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এস এ মালিহা
ফিচার রাইটার

সময় পেলেই অনেকে সেলফি কিংবা গ্রুপ ছবি তোলেন। তারপর পোস্ট করে দেন ফেসবুক বা ইন্সটাগ্রামে। তবে জেনে নিন, স্মার্টফোনে কয়েকটি অ্যাপ থাকলেই আপনার এই ছবিটি হতে পারে আরো সুন্দর। আজ আপনাকে জানাব ছবি সম্পাদনার জন্য বাছাই করা ৫টি অ্যাপের কথা, যা আপনার ছবিকে আরো আকর্ষণীয় করে তুলবে।

প্রিজমা

ছবিকে বিশেষ ধরনের নতুনত্ব দেওয়ার জন্য সব থেকে ভালো অ্যাপ এটি। এটির সাহায্যে ছবিকে পেন্টিং, স্কেচের মতো এফেক্ট দেওয়া যায়। এই অ্যাপে অনেকগুলো ফিল্টার রয়েছে। প্রিজমা অ্যাপ আইওএস ও অ্যানড্রয়েড দুই অপারেটিং সিস্টেমেই পাওয়া যায়।

রেট্রিকা

এই অ্যাপেও ব্যবহারকারীরা ছবিতে অনেক ধরনের এফেক্ট দিতে পারবেন। এই অ্যাপের সাহায্যে আপনি সরাসরি ছবি তুলতেও পারবেন। অ্যাপের ফিচারের সাহায্যে আপনি ছবিকে আরো ভালো এডিট করতে পারবেন।

ক্যান্ডি ক্যামেরা

এই অ্যাপের মাধ্যমে আপনি ছবিতে ১০০ এফেক্ট আর ফিল্টার লাগাতে পারবেন। এর ফিল্টারের মধ্যে বিউটিফিকেশনের মতো এফেক্টও রয়েছে। ফলে আপনার সেলফি আরো ঝকমকে ও সুন্দর হয়ে উঠবে।

টেলিপোর্ট ফটো

এই অ্যাপের সব থেকে বিশেষ ফিচার হচ্ছে এর সাহায্যে আপনি নিজের ছবির ব্যাকগ্রাউন্ডও পরিবর্তন করতে পারবেন। এই অ্যাপ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে থাকে। ফলে আপনি ছবির রংও পরিবর্তন করতে পারবেন।

ইউক্যাম মেকাপ

এই অ্যাপে এমন একটি ফিল্টার আছে যার সাহায্যে আপনি ছবিতে মেকআপও করতে পারবেন। প্রয়োজনে ছবিতে লিপস্টিক লাগাতে পারবেন, আইব্রো শেপও বদলে দিতে পারবেন।

আরএম/


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ