মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কাগজের ফুল বানাবেন যেভাবে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাইমুনা আক্তার: মন ভালো রাখতে, মনের অবসাদ দূর করতে বা ঘরের সৌন্দর্য বর্ধনে ফুলের জুড়ি নেই। একগুচ্ছ ফুলের উপস্থিতি ঘরের পুরো পরিবেশই পাল্টে দেয়। সব টাটকা বা তাজা ফুল ঘরে রাখা সম্ভব হয় না। কারণ শুধু ফুল সাজালে হয় না, তার বিশেষ যত্নেরও প্রয়োজন হয়।

অনেকেই এই বিশেষ যত্নের সময়টুকু করে উঠতে পারেন না। বসার ঘরে বা শোবার ঘরে যদি এক গোছা কৃত্রিম ফুল বানিয়ে ফুলদানীতে সাজিয়ে রাখলে চিরবসন্ত বিরাজ করবে ঘরে। বাজারে ফাইবার, প্লাস্টিক, কাপড় ও কাগজের নানা রকম ফুল কিনতে পাওয়া যায়। ঘরেও কাগজের ফুল তৈরি করে ঘর সাজাতে পারেন অনায়াসেই।

উপকরণ: হ্যান্ডমেইড কাগজ, ফ্লোরাল টেপ, স্কচটেপ, আঠা, বাঁশের চিকন কাঠি, কাঁচি, পেনসিল।

পদ্ধতি: যে ফুল তৈরি করবেন সেই ফুলের রঙের হ্যান্ডমেইড কাগজ নিন। ফুলের পাপড়ির আকার অনুযায়ী আকৃতি কাগজে পেনসিল দিয়ে আঁকুন। এবার সাবধানে কাঁচি দিয়ে কেটে ফুলের পাপড়িগুলো বের করে ফেলুন। লাল কাগজ চারকোনা করে কাটুন এবং মুড়িয়ে এবং আঠা মাখিয়ে বৃন্তের আকার দিন।

ফুলের পাপড়িগুলো বৃন্ত ঘিরে আঠা দিয়ে চেপে চেপে লাগান। গোড়া মজবুত করতে স্কচটেপ দিয়ে পেঁচিয়ে নিন। ফুলের পাপড়িগুলোর চারপাশে একটু ভাঁজ করে হাত দিয়ে চেপে দিন যাতে কাটা অংশ খুব বেশি বোঝা না যায়। এবার সবুজ কাগজ দিয়ে পাতা তৈরি করুন। কালো মার্কার দিয়ে পাতার শিরা-উপশিরা আঁকুন। পাপড়ির মতো পাতারও চারপাশে কাগজ ভাঁজ করে দিন।

এবার বাঁশের কাঠিতে ফ্লোরাল টেপ প্যাঁচান। এমনভাবে প্যাঁচান যাতে কোনো অংশ ফাঁকা না থাকে। কাঠির মাথায় এবং কিছু দূর পর পর ফুল বসিয়ে স্কচটেপ দিয়ে আটকে দিন। পাতাগুলো মাঝ বরাবর হালকা ভাঁজ করুন। এরপর ফুলের মাঝে মাঝে পাতা বসিয়ে স্কচটেপ দিয়ে আটকে দিন। এভাবে কয়েকটি স্টিক তৈরি করে ফুলদানীতে রেখে ঘরে সাজিয়ে রাখুন।

স্টেশনারি দোকানগুলোতেই পাওয়া যাবে কাগজের ফুল তৈরির সব উপকরণ। হ্যান্ডমেইড পেপার দিয়ে ফুল বানাতে না চাইলে আর্টপেপার ব্যবহার করেও ফুল তৈরি করতে পারেন। একই পদ্ধতি কাপড়ের ফুলও তৈরি করে ঘর সাজাতে পারেন।

-এএ/আরএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ