মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

৯ দিনের সফরে বাংলাদেশ আসছেন শায়েখ ইব্রাহিম আফ্রিকী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: শায়খুল হাদীস মাওলানা জাকারিয়া কান্ধলভী রহ.-এর খলিফা এবংমুফতি মাহমুদ হাসান গাঙ্গুহী রহ.-এর জানেশীন খলিফা মাওলানা ইব্রাহিম আফ্রিকী আগামী ১৯ সেপ্টেম্বর  (বৃহস্পতিবার) বাংলাদেশ সফরে আসছেন।

ওই দিন দুপুর ১২ টায় তিনি ঢাকা বিমানবন্দরে অবতরণ করবেন। এ সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেক প্রোগ্রামে অংশগ্রহণ করবেন। কোথায় কখন প্রোগ্রামে অংশগ্রহণ করবেন তার সফরসূচি নিচে দেওয়া হল।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) দক্ষিণখান, লাখনি পাড়া, মাহমুদিয়া মাদরাসা (আশিয়ান সিটি কেন্দ্রিয় জামে মসজিদ) যাবেন। সেখানে বাদ জোহর বয়ান করবেন। তারপর ধৈবড় সোবহানিয়া মাদরাসায় বাদ আসর মাসিক ইসলাহি মজলিসে বয়ান করবেন এবং সেখানেই রাত্রি যাপন করবেন।

মাওয়ায়েয হজরত মাওলানা ইব্রাহীম আফরিকী দা. মা

শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকাল ৯ টায় খিলগাঁও খিদমাহ হাসপালে গিয়ে দোয়া করবেন। নারায়নগঞ্জ সোনাহাজরা মাদরাসা মসজিদে জুমার বয়ান ও নামাজ পড়াবেন। বাদ আসর আল মাহমুদ কিন্ডার গার্টেন বোর্ডের আওতায় তিনটি বিল্ডিংয়ের ভিত্তি স্থাপন করবেন। বাদ মাগরিব তাকউয়াতুল ঈমান লিল বানাত মাদরাসায় মাসতুরাতের বায়াত। টিকরপুর জামেয়া মাহমুদিয়া মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

শনিবার (২১ সেপ্টেম্বর) সকাল ১০ টায় আল জামিয়াতুল কেরামতিয়া খলিলীয়া কিউর, মুন্সিগঞ্জ-এ দোয়া। সকাল ১১ টা ৩০ মিনিটে আল মারকাজুল হক চাম্পাতলী মুন্সিগঞ্জ-এ নসিহত ও দোয়া। বাদ যোহর দেওভোগ মাদরাসায় ইসলাহি মজলিসে বয়ান। বাদ আসর হাজীপাড়া মাদরাসায় দোয়া। বাদ মাগরিব মুসলিমনগর মুন্সিগঞ্জ মাহফিলে বায়ান ও রাত্রি যাপন।

রবিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টা ৩০ মিনিটে ঠাকুরগাঁও ইসলাহি জোড়ে বয়ান ও বায়াআত। বিকাল ৩ টায় রংপুরের উদ্দেশ্যে রওয়ানা। বার আউলিয়া মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান ও রাত্রি যাপন।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বগুড়া জামিল মাদরাসায় মাসতুরাতদের নসিহত-ইসলাহি বয়ান। বাদ জোহর হেলিকাপ্টারে নেত্রকোনা। নেত্রকোনা থেকে হেলিকাপ্টারে ঢাকা বসুন্ধরা অবতরণ। বাদ মাগরিব বসুন্ধরা মাদরাসায় বয়ান ও রাত্রি যাপন।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) মেরাদিয়া জামিয়া মাহমুদিয়া মাদরাসায় জিকিরের মাহফিল। সকাল ৯ টায় মালিবাগ মাদরাসায় মুলাকাত। ক্ষিলগাঁও মাহমুদিয়া মহিলা মাদরাসায় দোয়া। ১২ টায় জামিয়া রহমানিয়া মাদরাসাসহ আশপাশের মাদরাসার উলামা, তলাবাদের উদ্দেশে ইসলাহি বয়ান। বাদ আসর মিরপুর পূর্ব কাজী পাড়া দারুল উলুম ইব্রাহীমিয়া মাদরাসা ও বাইতুল মামুর জামে মসজিদে বয়ান। বারিধার মাদরাসায় রাত্রি যাপন।

বুধবার(২৫ সেপ্টেম্বর) সকাল ১০ টায় সিলেট মাহমুদিয়া মাদরাসায় দোয়া। বাদ যোহর জামিয়া তাওক্কুলিয়া মাদরাসায় ইসলাহী বয়ান। বিভিন্ন মজলিসে বয়ান শেষে বারিধারা মাদরাসায় রাত্রি যাপন।

বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) ৯ টায় টঙ্গী দারুল উলুম মাদরাসায় দোয়া। বাবুস সালাম মাদরাসায় দোয়া। সকাল ১০ টায় হেলিকাপ্টারে ময়মংসিংহ। দুপুর ১২ টায় ময়মংসিংহ হতে হেলিকাপ্টারে টাঙ্গাইল। বিকাল ৪ টায় জামিয়াতু ইবরাহীমিয়া সাইনবোর্ড মাদরাসায় ইসলাহি জোড়ে বয়ান। বারিধারা মাদরাসায় রাত্রি যাপন।

শুক্রবার (২৭ সেপ্টেম্বর) সকাল ৯ টায় বারিধারা মাদরাসায় বিশেষ নসিহত ও দোয়া। বাদ জুমা বিমান বন্দরের উদ্দেশে রওয়ানা।

নয় দিনের সফর শেষে আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার চলে যাবেন।

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ