বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মুসলিমদের আর্থিক সহায়তার ফজিলত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আবদুল্লাহ তামিম ♦

আল্লাহ তায়ালা কুরআনে কারিমের মধ্যে বলেন, যে সব লোক নিজেদের মাল আল্লাহ তায়ালার রাস্তায় খরচ করে তাদের মাল এর উদাহরণ হল ওই দানার মতো যা হতে ৭টি শীষ উৎপন্ন হয় আর প্রত্যেকটি শীষে একশ করে দানা থাকে। আল্লাহ যাকে চান সম্পদ বৃদ্ধি করে দেন। আল্লাহ মহাজ্ঞানী। সূরা বাকারা।

যে সমস্ত লোক নিজেদের মাল আল্লাহর রাস্তায় খরচ করে, রাত্রে ও দিনে গোপণে ও প্রকাশ্যে তাদের জন্য আল্লাহর নিকট রয়েছে মহান প্রতিদান। আর তাদের ভয় নেই। তারা চিন্তিতও হবে না। সূরা বাকারা।

কুরআনের অন্য আয়াতে আল্লাহ বলেন, খাবারের প্রতি আগ্রহ ও মুখাপেক্ষিতা থাকা সত্ত্বেও তারা বলে আমরা তো তোমাদেরকে শুধুমাত্র আল্লাহ তায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে খানা খাওয়াচ্ছি। আমরা তোমাদের নিকট হইতে কোন বিনিময় শুকরিয়া চাই না।

আল্লাহ বলেন, তোমরা কখনো পূর্ণতা হাসিল করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজেদের প্রিয় জিনিস হতে কিছু খরচ না করবে। আল ইমরান।

হাদিস শরিফ এর মধ্যে রাসূল সা. বলেন, যে ব্যক্তি আপন মুসলমান ভাইকে পেট ভরে খানা খাওয়ায় ও পানি পান করায় আল্লাহ তায়ালা তাকে জাহান্নাম হতে দূরত্বে রাখবেন। আবু দাউদ।

রাসূলে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে বলেন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তায়ালা আনহু থেকে বর্ণিত যে ব্যক্তি কোন মুসলমানকে বস্ত্রহীন অবস্থায় কাপড় পরিধান করায়। আল্লাহ তাআলা তাকে জান্নাতের সবুজ পোশাক পরিধান করাবেন। যে ব্যক্তি কোন মুসলমানকে ক্ষুধার্ত অবস্থায় খাওয়ায় আল্লাহ তায়ালা তাকে জান্নাতের ফল হতে খাওয়াবেন যে ব্যক্তি কোন মুসলমানকে তৃষিত অবস্থায় পানি পান করায়।

রাসূলে কারিম সাল্লাহু আলাই সাল্লাম অন্য হাদিসে বলেন, এক ব্যক্তি রাসুলে কারিম সাল্লাহু সাল্লাম কে প্রশ্ন করলেন ইসলামে সর্বোত্তম আমল কোনটি রাসূলে কারিম সাল্লাহু সাল্লাম বললেন, খানা খাওয়ানো এবং পরিচিত অপরিচিত সবাইকে সালাম দেয়া। তিরমিজি

হযরত আবদুল্লাহ ইবনে উমর রাযিআল্লাহু তায়ালা বর্ণনা করেন, রাসূলে কারিম সাল্লাহু সাল্লাম এরশাদ করেছেন, তোমরা রাহমানের ইবাদত করতে থাকো, খানা খেতে থাকো সালামের প্রচলন করতে থাকো। এ সমস্ত আমল করলে নিরাপদে জান্নাতে প্রবেশ করতে পারবে। তিরমিজি। সূত্র: মুনতাখাব হাদিস

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ