বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘যুব সমাজের চারিত্রিক অধঃপতনে প্রচলিত সমাজব্যবস্থা দায়ী’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (পীর সাহেব চরমোনাই) রিফাত শরীফ হত্যাসহ সকল হত্যাকারীদের বিচার দাবি করে বলেন, যুব সমাজের চরিত্র অধঃপতনের কারণ প্রচলিত জাহেলী সমাজ ব্যবস্থা।
একের পর এক দিবালোকে মানুষ হত্যার প্রকৃত কারণ হল, ইতিপূর্বে ঘটে যাওয়া হত্যার বিচার না হওয়া। এভাবে কোন স্বাধীন সভ্য রাষ্ট্র চলতে পারে না।

পীর সাহেব চরমোনাই আরো বলেন, যতগুলো খুন, ধর্ষণসহ বড় ধরণের অপরাধ সংঘঠিত হচ্ছে, তার সাথে কোনো না কোনো ভাবে ক্ষমতাসীনরা জড়িত। সরকার জনগণের ভোটে নির্বাচিত না হওয়ায় আইন শৃঙ্খলার পূর্ণ নিয়ন্ত্রণ সরকারের হাতে নেই, তাই একের পর এক হত্যাকান্ড ঘটে চলছে।

আজ ২৯ জুন শনিবার জাতীয় প্রেসক্লাব সংলগ্ন বিএমএ মিলনায়তনে ইসলামী যুব আন্দোলনের "জেলা দায়িত্বশীল প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, দেশের কয়েক কোটি যুবক বেকারত্বের অভিশাপে নিমজ্জিত তবুও সরকার চলতি অর্থ বাজেটে যুবকদের বেকারত্ব দূরীকরণে দৃশ্যমান কোনো বাজেট পরিকল্পনায় আনেনি। তাছাড়া বিগত দিনের বাজেট পর্যালোচনায় দেখা যায়, বাজেটের যৎসামান্যই আলোর মুখ দেখতে পায়।

পীর সাহেব চরমোনাই তার বক্তব্যে বলেন, যুবসমাজ আজ খুন, ধর্ষণ, মাদক সহ বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে ধ্বংসের দ্বারপ্রান্তে চলে যাচ্ছে, এভাবে একটি সমাজ, রাষ্ট্র চলতে পারেনা। তাই এসব পথ হারা যুবকদেরকে সত্যের সন্ধান দেওয়ার দায়িত্ব ইসলামী যুব আন্দোলনকে নিতে হবে।

কেন্দ্রীয় সভাপতি কে এম আতিকুর রহমান-এর সভাপতিত্বে ও সেক্রেটারী জেনারেল মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিনের পরিচালনায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হফেজ মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিনসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

প্রোগ্রামে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগীতায় বিশ্বচ্যাম্পিয়ন, হাফেজ সাইফুর রহমান ত্বকী ও তার উস্তাদ হাফেজ নেছার আহমেদ আন নাছিরীকে ইসলামী যুব আন্দোলনের পক্ষ থেকে পীর সাহেব চরমোনাই সম্মাননা প্রদান করেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ