মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


১০৩ টাকায় পুলিশে চাকরি!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আগামী ১ জুলাই টাঙ্গাইলে এবার মাত্র ৩ টাকা মূল্যের একটি ফরম ও ১০০ টাকায় চাকরি হবে পুলিশ কনস্টেবল পদে।

এই ১০০ টাকাও আবার কনস্টেবল নিয়োগে সরকার নির্ধারিত পরীক্ষার ফি বাবদ ট্রেজারি চালানের মাধ্যমে জমা দিতে হবে। যোগ্যতার ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার টাঙ্গাইলে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় (বিপিএম) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানান।

তিনি নিয়োগ প্রার্থীদের প্রতারক ও দালাল চক্রের প্রতারণা থেকে সাবধান থাকার আহ্বান জানিয়েছেন।

পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় জানান, সাধারণ কোটায় ৪৯ জন পুরুষ ও ৯ জন নারী এবং মুক্তিযোদ্ধা কোটায় আরও ৭৮ জন নারী কনস্টেবল নিয়োগ দেয়া হবে।

উল্লেখ্য, আগামী ১ জুলাই টাঙ্গাইল জেলায় পুলিশ কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে।

আরএম/


সম্পর্কিত খবর