মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


বনশ্রীতে কাভার্ডভ্যান চাপায় ঢাকা কলেজের ছাত্র নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: রাজধানীর বনশ্রীতে কাভার্ডভ্যানের চাপায় মেহেদী হাসান (২৬) নামে ঢাকা কলেজের এক ছাত্র নিহত হয়েছেন।

বুধবার সন্ধ্যার দিকে বনশ্রীর আল রাজি হাসপাতালের সামনে ওই দুর্ঘটনা ঘটে।

জানা যায়, নিহত মেহেদী হাসান ঢাকা কলেজের অনার্সের ইসলামিক স্টাডিজ থেকে ফাইনাল পরীক্ষা দিয়েছেন। তাদের বাড়ি পিরোজপুর জেলায়। রাজধানীর বাড্ডা এলাকায় ভাড়া বাসায় থাকতেন মেহেদী।

খিলগাঁও থানার ওসি মশিউর রহমান জানান, সন্ধ্যায় আল রাজি হাসপাতালের সামনে মোটরসাইকেল থেকে পড়ে যান মেহেদী। এ সময় একটি কাভার্ডভ্যান তার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান তিনি। নিহতের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ