মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জনের মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গাজীপুর সিটি করপোরেশনের ইসলামপুর এলাকায় রান্না করার সময় সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দুই শিশুসহ একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে।

বুধবার (২২ মে) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, শাহ আলম (৩৮) তার স্ত্রী মনিরা (৩০), তাদের ছেলে বায়েজিদ (৮) ও মেয়ে ফাতেমা (৪)।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মুহাম্মদ জাকির হোসেন জানান, ইসলামপুর এলাকায় একটি বাড়িতে স্ত্রী ও দুই সন্তান নিয়ে ভাড়া থাকতেন শাহ আলম। রাতে গ্যাসের চুলায় রান্না করছিল শাহ আলমের স্ত্রী মনিরা। এক পর্যায়ে সিলিন্ডার লিকেজ হয়ে পুরো ঘরে আগুন ছড়িয়ে পড়ায় শাহ আলম, তার স্ত্রী মনিরা, ছেলে বায়েজিদ ও মেয়ে ফাতেমা অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

পরে খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। শাহ আলমের বাড়ি পটুয়াখালীর বাউফল থানায়। তার পিতার নাম রহিম মৃধা।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ