মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ ৫ বিদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: হন্ডুরাসে বিমান বিধ্বস্ত হয়ে পাইলটসহ অন্তত ৫ বিদেশি নাগরিক প্রাণ হারিয়েছেন। এদের মধ্যে চারজন কানাডার পাসপোর্টধারী বলে দাবি করেছে স্থানীয় গণমাধ্যম।

দেশের সশস্ত্র বাহিনীর মুখপাত্র জোস ডোমিঙ্গো মেজা জানান, শনিবার স্থানীয় সময় বিকেলে পর্যটকবাহী বিমানটি হন্ডুরাসের রোটান দ্বীপ থেকে ট্রুজিলো বন্দরের দিকে যাওয়ার সময় আটলান্টিক উপকূলে বিধ্বস্ত হয়। এতে নিহত সকলের প্রকৃত পরিচয় না পাওয়া গেলেও এদের মধ্যে চারজন মার্কিন নাগরিক।

কিন্তু স্থানীয় জরুরি বিভাগ বলেছে, নিহতদের মধ্যে চারজন কানাডার নাগরিক। অপর জনের পরিচয় পাওয়া যায়নি।

এ বিষয়ে হন্ডুরাসের স্থানীয় সংবাদ মাধ্যম জানায়, চারজন যাত্রী কানাডার নাগরিক এবং পাইলট যুক্তরাষ্ট্রের পাসপোর্টধারী।

তবে এ ব্যাপারে এখনও কোন মন্তব্য করেনি কানাডা ও যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক বিষয়ক মন্ত্রণালয়।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ