মঙ্গলবার, ০৬ মে ২০২৫ ।। ২৩ বৈশাখ ১৪৩২ ।। ৮ জিলকদ ১৪৪৬


ইরানের সাড়ায় টেলিফোন নিয়ে বসে আছেন ট্রাম্প!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: ইরানের কাছ থেকে ফোনকল পাবার আশায় টেলিফোন সেট নিয়ে বসে আছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমনটাই জানিয়েছেন খোদ মার্কিন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা। কিন্তু এ ব্যাপারে তেহরানের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতিবাচক সাড়া পাওয়া যায়নি বলে জানা গেছে।

গতকাল শুক্রবার নাম প্রকাশে অনিচ্ছুক ওই কর্মকর্তা দেশটির গণমাধ্যমকে জানান, যুক্তরাষ্ট্র প্রশাসন ইরানের ফোনকলের অপেক্ষায় আছে। কিন্তু দেশটির পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো ইতবাচক ইঙ্গিত মেলেনি।

বিষয়টি নিয়ে ইরানের কোনো কর্মকর্তা এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। তবে দেশটির সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়ছে, ট্রাম্প তেহরানের সঙ্গে সরাসরি কথা বলতে চাইলেও ইরান এ ব্যাপারে কোনো ইতিবাচক কোনো সাড়া দেয়নি।

শুক্রবারই মার্কিন প্রেসিডেন্টের একটি ফোন নাম্বার সুইস দুতাবাসের মাধ্যমে ইরানের কাছে হস্তান্তর করা হয়। এরপরই ট্রাম্প ইরানের ফোনের অপেক্ষায় রয়েছেন বলে জানালো তার সিনিয়র একজন কর্মকতা।

যুক্তরাষ্ট্রের সাথে ইরানের কূটনৈতিক সম্পর্ক না থাকায় দু’দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো সুইস দূতাবাসের মাধ্যমে সম্পন্ন হয়ে আসছে।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ