মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

সারা দেশে সড়ক দুর্ঘটনায় নিহত ৮

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: দেশের বিভিন্ন জেলায় সড়ক দুর্ঘটনায় আজ ৮ জন নিহত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে তিনজন, বাগেরহাটে তিনজন, যশোরে একজন ও লক্ষ্মীপুরে একজন নিহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার (২ মে) ভোরে ও বুধবার (১ মে) রাতে এসব সড়ক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত হয়েছেন প্রায় ৩২ জন।

রাজশাহী জেলার বাঘা উপজেলায় যাত্রীবাহী বাস উল্টে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুই নারী রয়েছেন। আহত হয়েছেন কমপক্ষে ১২ জন। বৃহস্পতিবার (২ মে) ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নিহত হয় হেলপার হানিফ ও যাত্রী মনোয়ারা। নিহত অন্য নারী যাত্রীর পরিচয় এখনও পাওয়া যায়নি।

অপর দিকে বাগেরহাটের রামপাল উপজেলায় ট্রাকচাপায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ মে) খুলনা-মোংলা মহাসড়কের উপজেলার চেয়ারম্যানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। রামপাল হাইওয়ে থানার ওসি রবউল ইসলাম জানান, নিহত তিনজনই পুরুষ।

যশোর জেলার শার্শায় মোটরসাইকেল দুর্ঘটনায় হাসান আলী (২২) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় গুরুতর আহত হয়েছেন তার সঙ্গে থাকা আরো দু’জন। গতকাল বুধবার (১ মে) রাত ৯টার দিকে শার্শা উপজেলার গোড়পাড়া-শিকারপুর সড়কের লক্ষণপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত হাসান আলী উপজেলার শিকারপুর গ্রামের মফিজুর রহমানের ছেলে। আহতরা হলেন-শার্শা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের জাহিদ হাসানের ছেলে মনিরুল ইসলাম (১৭) ও একই গ্রামের আলমগীর হোসেনের ছেলে হাসিব উদ্দিন (১৮)।

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় দুখু মিয়া নামে সিএনজিচালিত এক অটোরিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার (২ মে) সকালে জেলা শহরের উত্তর তেমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ওসি লোকমান হোসেন জানান, ধারণা করা হচ্ছে ট্রাক চালকের ঘুম ভাব থাকায় এ দুর্ঘটনা ঘটেছে। ট্রাকটি জব্দ করা গেলেও চালক পলাতক। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ