বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

জনসচেতনতা তৈরিতে ৭৫ হাজার পিস মশার কয়েল বিতরণ করল সাভার মিডিয়া ক্লাব

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সুফিয়ান ফারাবী
সাভার থেকে

মশাবাহিত রোগ ও তার প্রতিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে বিনামূল্যে ৭৫ হাজার পিস মশার কয়েল বিতরণ করেছে সাভার মিডিয়া ক্লাব। শনিবার (১৩ এপ্রিল) মশার কয়েল বিতরণ করা হয়।

চিকুনগুনিয়া ও তার বাহক নিয়ে গবেষণা করার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে অনুদানপ্রাপ্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক, মশা গবেষক, অধ্যাপক ড. কবিরুল বাশারের প্রচেষ্টা ও এসিআই কোম্পানী লিমিটেড এর সৌজন্যে সাভারে শনিবার ৭৫ হাজার পিস মশার কয়েল বিতরণ করে সাভার মিডিয়া ক্লাব।

এর মধ্যে প্রত্যন্ত এলাকায় বিতরণের জন্যে ঢাকা জেলার পুলিশ ও হাফিজ-নাজনীন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা শাহ্ মিজান শাফিউর রহমানের হাতে ৬০ হাজার পিস কয়েল তুলে দেন সাভার মিডিয়া ক্লাবের সভাপতি ও এনটিভির সিনিয়র রিপোর্টার জাহিদুর রহমান।

পরে সাভার প্রেস ক্লাবের সদস্যদের জন্য ১২শ’ পিস মশার কয়েল তুলে দেয়া হয় সাভার প্রেসক্লাবের সভাপতি নাজমুস সাকিব ও সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্যরে হাতে। একই সঙ্গে দৈনিক ফুলকি পরিবার ও সিএনআই পরিবারের পক্ষে মশার কয়েল গ্রহণ করেন দৈনিক ফুলকির সম্পাদক নাজমুল সাকিব ও সিএনআই নিউজের প্রধান সম্পাদক তোফায়েল হোসেন তোফা সানি।

এছাড়াও সাভার হাসপাতাল মালিক সমিতির (ফোয়াস) পক্ষে মশার কয়েল গ্রহণ করেন সংগঠনের সাধারণ সম্পাদক, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার, সাভার প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোবিন্দ আচার্য্য।

এ সময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলার অতিরিক্তি পুলিশ সুপার (অপরাধ) সাইদুর রহমান পিপিএম, সাভার মডেল থানার অফিসার ইনচার্য এএফএম সায়েদ, ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুরিশের অফিসার ইনচার্য আবুল বাশার, পুলিশ পরিদর্শক ডিএসবি (সাভার, আশুলিয়া ও ধামরাই) সুভাষ চন্দ্র বিশ্বাস, টিআই আবুল হোসেন প্রমুখ।

উল্লেখ্য, এর আগে স্বাধীনতার মাসে মশা বাহিত রোগ ও তার প্রতিকার সম্পর্কে জনসচেতনতা তৈরিতে ১০ হাজার মানুষের মাঝে বিনামূল্যে মশার কয়েল বিতরণ করে সাভার মিডিয়া ক্লাব।

-এএ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ