মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

আমার দেহে খতমে নবুওয়ত আন্দোলনের রক্ত: আল্লামা বাবুনগরী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: আন্তর্জাতিক মজলিসে তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের ঢাকা ২ নং জোনের নব গঠিত কমিটির নেতৃবৃন্দ বৃহস্পতিবারআল্লামা জুনাইদ বাবুনগরীর সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন।

সাক্ষাতকালে আল্লামা জুনাইদ বাবুনগরী বলেন, আমার উস্তাদ আল্লামা ইউসুফ বিন্নুরী আজীবন আকিদায়ে খতমে নবুওয়ত হেফাজতের আন্দোলন করে গেছেন। আমিও কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবী আদায় না হওয়া পর্যন্ত তাহাফফুজে খতমে নবুওয়তের সাথে কাজ করে যাবো।

তিনি আরো বলেন, মিথ্যা নবুওয়ত দাবিদার মুসাইলামাতুল কাজ্জাবের বিরুদ্ধে সংগঠিত ইয়ামামার যুদ্ধে ১২ জন সাহাবী শহিদ হয়েছিলেন।  তাদের রক্তের বিনিময়ে আকিদায়ে খতমে নবুওয়ত হেফাজত হয়েছিলো। বাংলাদেশেও কাদিয়ানীদের অমুসলিম ঘোষনার দাবি আদায় করতে হলে বুকের তাজা রক্ত ঢেলে দিতে হবে।

তিনি আরো বলেন, তাহাফফুজে খতমে নবুওয়তের আন্দোলন একটি নির্ভেজাল ঈমানী আন্দোলন। এই আন্দোলনে অংশগ্রহণ করা প্রত্যেক মুসলমানের ঈমানী দায়ীত্ব।

এসময় তিনি তাহাফফুজে খতমে নবুওয়ত বাংলাদেশের চলমান আন্দোলন ও পঞ্চগড়ের খতমে নবুওয়ত সম্মেলনের সম্পর্কে অভিহিত হন। তাহাফফুজে খতমে নবুয়তের ভুয়সী প্রশংসা করেন ও সুনির্দিষ্ট কিছু পরামর্শ দেন।

সাক্ষাতকালে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, ঢাকা ২ নং জোনের সভাপতি মাওলানা ইউনুস ঢালী, ২ নং জোন সেক্রেটারি মাওলানা আশেকুল্লাহ, কেন্দ্রীয় কমিটির সদস্য মাওলানা রাশেদ বিন নুর,মাওলানা আল আমিন ফয়জী প্রমুখ।

এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ