মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
রাষ্ট্রের দায়িত্বে কে যাবেন সেই ফয়সালা আল্লাহ করবেন : জামায়াতে আমির শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান অধ্যাপক আখতার ফারুক রহ.-এর জীবন-কর্ম আলোচনা সভা অনুষ্ঠিত হেফাজতের মহাসমাবেশ সফলে সাভারে উলামা সম্মেলন অনুষ্ঠিত  কারাগারে পাঠানোর নির্দেশের পর জামিন পেলেন মাওলানা মাসউদুল করীম ইজতেমা মাঠের মামলায় মাওলানা মাসউদুল করীম কারাগারে নারী সংস্কার কমিশনের ত্রুটি জানানো হলো ঐকমত্য কমিশনকে ভারতের আক্রমণ মোকাবেলায় পাকিস্তানের প্রস্তুতি

বিক্ষোভের মুখে ২০ বছরের ক্ষমতা ছাড়লেন আলজেরিয়ার প্রেসিডেন্টের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: তীব্র বিক্ষোভ ও প্রতিবাদের মুখে অবশেষে পদত্যাগের ঘোষণা দিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আব্দেল আজিজ বৌতেফ্লিকা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর প্রকাশ করেছে।

রাষ্ট্রীয় বার্তা সংস্থার বরাত দিয়ে আল জাজিরা জানায়, আগামী ২৮শে এপ্রিল প্রেসিডেন্ট আব্দেল আজিজের চতুর্থ মেয়াদের দায়িত্ব শেষ হবে। তার আগেই তিনি প্রেসিডেন্টের পদ থেকে সরে যাবেন। তবে অন্তর্বর্তীকালীন সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো যেন সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে পদক্ষেপ নেবেন তিনি।

আল জাজিরার খবরে বলা হয়েছে, দীর্ঘ দিন ধরে লাখো আলজেরিয়ান প্রেসিডেন্ট আব্দেল আজিজের পদত্যাগের দাবিতে বিক্ষোভ করছেন। ৮২ বছর বয়সী আব্দেল আজিজ প্রায় ২০ বছর ধরে ক্ষমতায় রয়েছেন। ২০১৩ সালে হৃদরোগে আক্রান্ত হওয়ার পর থেকে তাকে কদাচিৎ প্রকাশ্যে দেখা গেছে। আগামী ২৮শে এপ্রিল তার চতুর্থ মেয়াদের দায়িত্ব শেষ হবে।

প্রাথমিকভাবে তিনি পরবর্তী নির্বাচনে পঞ্চম মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার জন্য প্রার্থিতা ঘোষণা করেন। তার এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানায় আলজেরিয়ানরা। তাদের তীব্র প্রতিবাদ ও বিক্ষোভের মুখে গত ১১ই মার্চ প্রেসিডেন্ট নিজের প্রার্থিতা প্রত্যাহার করে নির্বাচন স্থগিত ঘোষণা করেন।

এর পরেও তার পদত্যাগের দাবিতে বিক্ষোভ চলতে থাকে। অবশেষে সোমবার তিনি পদত্যাগ করার ঘোষণা দেন। তবে বিক্ষোভকারীরা এতেও ক্ষান্ত হননি। মঙ্গলবারও হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষোভ করেছেন।

আলজিয়ার্সের একটি ছাত্র সংগঠনের সদস্য মোহাম্মদ বলেন, প্রেসিডেন্টের পদত্যাগ যথেষ্ট না। এতে কিছুই পরিবর্তন হবে না। তিনি চলে যাবেন, কিন্তু একই শাসন থেকে যাবে। যা ১৯৬২ সাল থেকে আলজেরিয়া ও এর স্বাধীনতার ওপর কর্তৃত্ব করে আসছে। আমরা শুধু আব্দেল আজিজের পদত্যাগ চাই না, বরং একটি নতুন রাজনৈতিক ব্যবস্থার প্রবর্তন চাই।

সূত্র: আল-জাজিরা

আরএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ