বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ইশতিয়াক সিদ্দিকী, হাটহাজারী প্রতিনিধি

পরকালীন মুক্তি একমাত্র নবীজি সা. এর আদর্শেই নিহিত। এর বাইরে যত আদর্শ আছে সব ভ্রান্ত ও বাতিল। নবীজির দেখানো পথ অনুসরণ করা ছাড়া গত্যন্তর নেই। কাজেই, পরকালীন মুক্তির জন্য নবীজির আদর্শ অনুসরণ করুন।

আজ (শুক্রবার) ২৯মার্চ বিকেল ৩টায় আল জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসার দারুল হাদীস মিলনায়তনে কওমী শিক্ষাধারার সর্বোচ্চ ক্লাস দাওরায়ে হাদীস (মাস্টার্স) এর খতমে দরসে বুখারী অনুষ্ঠানে শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী এসব কথা বলেন।

তিনি বলেন, এই উম্মতের আয়ু অতি স্বল্প। এই স্বল্প জীবনে আমল করে আখেরাতের পাথেয় জোগাড় করতে হবে। যত আমল করবেন, সবগুলো নবীজির দেখানো পথে হতে হবে। যারা নিজেদের মন মতো আমরা ধর্ম পালন করার চেষ্টা করছেন পরকালে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন।

শিক্ষা সমাপনী ছাত্রদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমদ শফী বলেন, তোমরা দাওরায়ে হাদীস শেষ করেছ। তোমাদের উপর উম্মতের পুরো যিম্মাদারি এসে গেছে। তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে পড়ো। তোমরা অলসতা করলে উম্মত পথ হারিয়ে ফেলবে। সব কাজে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। যথাসম্ভব দিনের কাজে লেগে থাকার চেষ্টা করবে। বাতিলের সাথে কখনো আপোষ করবে না। সবসময় সত্যের পথে অবিচল থাকবে।

আল্লামা শাহ আহমদ শফী দেশের বিবাহপোযুক্ত যুবক-যুবতির বিবাহ হওয়া এবং দেশের সার্বিক কল্যাণ ও উন্নতি কামনা করেন। সেই সাথে চলমান পরিস্থিতিতে দেশের প্রত্যন্ত অঞ্চলে যেভাবে আগুনের দুর্ঘটনা এবং গাড়ির দুর্ঘটনা হচ্ছে এসব থেকে মুক্তি কামনা করেন। এবং দেশের মানুষদের শান্তি ও সমৃদ্ধি এবং নিরাপত্তাসহ বিশ্ব মুসলিমের জালিমের জুলুম থেকে হেফাজতের দোয়া কামনা করে মোনাজাত শেষ করেন।

খতমে দরসে বুখারী অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থী ও মুসল্লীদের উদ্দেশ্যে আরো বয়ান করেন, আল্লামা জুনায়েদ বাবুনগরী, আল্লামা শেখ আহমদ, মাওলানা ফোরকান আহমদ সাতকানবী, মাওলানা আশরাফ আলী নিজামপুরীসহ জামেয়ার অন্যান্য উস্তাদবৃন্দ।

আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ