বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

শিল্পী আবু উবায়দার নতুন নাশিদ ‘ওগো প্রান প্রিয় নাবি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মাহমুদুল হাসান
কিশোরগঞ্জ প্রতিনিধি>

রিলিজ হয়েছে জনপ্রিয় কণ্ঠশিল্পী আবু উবায়দার নতুন নাশিদ ‘অগো প্রাণ প্রিয় নাবি’। ইতোমধ্যে নাশিদটি প্রায় ৫০ হাজার দর্শক শ্রোতা,দেখেছে৷

গত বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) নাশিদটি বাংলাদেশের অন্যতম ইসলামিক ইউটিউব চ্যানেল ‘হলি টিউন‘ এবং শিল্পী আবু উবায়দার নিজস্ব ইউটিউব চ্যানেল ‘উবায়দা প্রোডাকশনে’ রিলিজ করা হয়৷

নাশিদটির ভিডিও ধারণ করা হয়েছে দেশের জনপ্রিয় পর্যটনকেন্দ্র রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলার ‘সাজেক ভ্যালিতে’।

মাওলানা মুহাম্মদ শহীদুল্লাহর লেখা নাশিদটির সুর ও কন্ঠ দিয়েছেন শিল্পী নিজেই। নাশীদটির ভিডিও এডিটিং এর কাজ করছেন ইসলামিক স্টুডিও হলি টিউন এর সাউন্ড ইঞ্জিনিয়ার মাহফুয আলম। ভিডিও নির্দেশনায় ছিলেন কিশোর আহমেদ।

হৃদয় কাড়া মায়বী কন্ঠে নবিজিকে নিবেদিত করে গাওয়া কালজয়ী নাশিদটিরর ব্যাপারে শিল্পী আবু উবায়দার সাথে কথা বলে জানা যায়, গত ঈদুল আজহায় তার আরেকটি কালজয়ী নাশিদ ‘গোলাপ নিলাম’ হলি টিউন এবং তার নিজস্ব ইউটিউব চ্যালেন ‘উবায়দা প্রোডাকশনে' প্রকাশ পেয়েছিল।

এ পর্যন্ত পাঁচ লাখ দর্শক তার গোলাপ নিলাম নাশিদটি দেখেছে। ইউটিউবের কমেন্টে বক্সে প্রায় ৮ শত কমেন্ট ঘেঁটে দেখা যায় অধিকাংশ শ্রোতাদের আবেদন ছিল এমন আরও কয়েকটি নাশিদ রিলিজ করার।

শ্রোতাদের এমন ভালোবাসায় শিল্পী আপ্লুত হয়ে এমন আরেকটি নতুন কালজয়ী নাশিদ শ্রোতাদেরকে উপহার দিতে উদ্যোগী হন।

উল্লেখ্য, কিশোরগঞ্জের শহরে বেড়া উঠা চমৎকার মায়াবী কণ্ঠের অধিকারী শিল্পী আবু উবায়দার সঙ্গীতাঙ্গণে সরব পদচারণা শুরু হয় কিশোরগঞ্জের দিশারী সাহীত্য সাংস্কৃতিক ফোরামের মধ্য দিয়ে।

দিশারী পরিচালক, জনপ্রিয় কণ্ঠশিল্পী ওস্তাদ শরীফ জামীর হাত ধরে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে পথ চলা শুরু করে। দিশারীর বিভিন্ন এলবামসহ অন্যান্য একক সঙ্গীতেও জনতার হৃদয়ে স্থান করে নিয়েছেন উবায়দা।

সাংস্কৃতিক অঙ্গনে কাজ করার পাশাপাশি জনপ্রিয় গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করেও বেশ সুনাম সুখ্যাতি অর্জন করেছেন তিনি। বর্তমানে কিশোরগঞ্জ জেলার স্বনামধন্য ডিজাইনার হিসেবে মানুষের ভালোবাসা ও দোয়া নিয়ে কাজ করছেন।

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ