সোমবার, ২৮ এপ্রিল ২০২৫ ।। ১৫ বৈশাখ ১৪৩২ ।। ৩০ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
প্রস্তুতি সম্পন্ন, রাতে শুরু হচ্ছে হজ ফ্লাইট ফ্রান্সে মসজিদে ঢুকে মুসল্লিকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যা ভারতীয় মুসলিমদের পাকিস্তানিদের সঙ্গে তুলনা উচিত নয়: বিজেপি বিধায়ক মুফতী ফয়জুল করীমের মেয়রের চেয়ারে বসা আটকে আছে কোথায়? মোদি ইসরায়েলের পক্ষে, ইসলাম-মুসলমানের শত্রু: মাওলানা ফজলুর রহমান কিশোরগঞ্জে হাওরে ইসলামী আন্দোলনের শরবত বিতরণ নোয়াখালীতে ফিল্মি স্টাইলে শহীদ রিজভীর ছোট ভাইকে কুপিয়ে জখম ফটিকছড়িতে হেফাজতে ইসলামের মিছিল-সমাবেশ জাতীয় কাউন্সিল সফল হওয়ায় কেন্দ্রীয় জমিয়ত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়েছে ইউকে জমিয়ত বৈরুতে ইসরাইলি ড্রোন হামলা, বহু হতাহতের আশঙ্কা

বিয়ের কেক সমান মাপে কাটার অংক কষলেন বিল গেটস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: গত ১ জানুয়ারি প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের প্রতিষ্ঠা বিল গেটস ও তার স্ত্রী মেলিন্ডা গেটসের ২৫তম বিবাহবার্ষিকী ছিল। এদিন মেলিন্ডা গেটস নিজেদের বিয়ের দিনের একটি ভিডিও ফেসবুকে শেয়ার করেছেন; যাতে দেখা যাচ্ছে, বিয়ের কেককে কীভাবে প্রত্যেক নিমন্ত্রিতের জন্য সম পরিমাণ হিসাবে কাটা যায় তা অংক কষে বের করে দিচ্ছেন বিল গেটস।

ভিডিওটি শেয়ার করে মেলিন্ডা গেটস লিখেছেন, ‘১৯৯৪ সালের ১ জানুয়ারি, আমরা বলেছিলাম, এটাই কেক কাটার আদর্শ সময়। আর তোমার মনে হয়েছিল, সবাই যাতে সমান পরিমাণ কেক পায় তা নিশ্চিত করা। আর তাই তুমি দ্রুত অংক কষে বলে দিয়েছিলে, কীভাবে কাটতে হবে কেকটি।’

তিনি আরও লিখেছেন, ‘আমি তখনই বুঝতে পারি, কী হতে চলেছে। কেকের মাঝে যে একটা কার্ডবোর্ড রয়েছে, সেটা তখনও তোমায় বলা হয়নি। এত হেসেছিলাম যে, আর বলার নয়।’

ভিডিওটিতে দেখা যাচ্ছে, মেলিন্ডা মনখুলে হাসছেন আর বিল গেটস কেকটি কাটছেন।

টুইটারে ভাইরাল এ পোস্টের নিচে একজন লিখেছেন, ‘অসম্ভব মজার, শেয়ার করার জন্য ধন্যবাদ। হ্যাপি অ্যানিভার্সারি।’ আর একজন লিখেছেন, ‘বিশ্বের সব থেকে দয়ালু দম্পতিকে শুভেচ্ছা।’ হাজারো শেয়ার হওয়া ভিডিওটিতে এমন শত শত কমেন্ট পড়েছে।

এদিকে, ভিডিও-র সঙ্গে মেলিন্ডার শেয়ার করা একটি স্থিরচিত্রের নিচে বিল গেটস লিখেছেন, ‘আরও ২৫ বছর তোমার সঙ্গে জীবন কাটাতে আমার আর ধৈর্য বাধা মানছে না।’ সূত্র- এনডিটিভি।

কেপি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ