বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ডেনমার্ক রোহিঙ্গাদের সাড়ে তিন মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বাংলাদেশে প্রাণ বাঁচাতে মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা শরনার্থীদের জন্য সাড়ে তিন মিলিয়ন ডলার দিচ্ছে ডেনমার্ক সরকার। ভবিষ্যতে এই সহায়তা অব্যাহত রাখারও প্রতিশ্রুতি দিয়েছে দেশটির সরকার।

বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে ডেনমার্কের উন্নয়ন সহযোগিতা বিষয়কমন্ত্রী উলা পেডারসন টরনাস দেখা করে সহযোগীতার এই আশ্বাস দেন বলে জানা যায়।

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এসব কথা জানান। প্রেস সচিব বলেন, ডেনমার্কের মন্ত্রী রোহিঙ্গা ইস্যু নিয়ে আলোচনা করেছেন। ডেনমার্ক সরকার রোহিঙ্গাদের সহায়তায় যে সাড়ে তিন মিলিয়ন ডলার দিচ্ছে, তা প্রধানমন্ত্রীকে জানিয়েছেন বলেও খবর পাওয়া গেছে।

প্রায় ১১ লাখ রোহিঙ্গাকে আশ্রয়, খাবারসহ মানবিক সহায়তার জন্য বাংলাদেশ সরকারকে প্রশংসা করেন ডেনমার্কের উন্নয়নমন্ত্রী।

বৈঠকে প্রধানমন্ত্রী রোহিঙ্গা ইস্যুর বর্তমান পরিস্থিতী তুলে ধরে বলেন, মিয়ানমার সরকার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে রাজি হওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন শিগগিরই শুরু হবে। ভাসানচরে রোহিঙ্গাদের জন্য আশ্রয়কেন্দ্র নির্মাণের কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

ডেনমার্ক সরকার রোহিঙ্গাদের সহায়তা জন্য ধন্যবাদ জানিয়ে সহায়তা আরও সম্প্রসারণের আহ্বান জানান শেখ হাসিনা।

বৈঠকে আসন্ন নির্বাচন নিয়েও আলোচনা হয়েছে। প্রধানমন্ত্রী বলেছেন, ‘নির্বাচন যথাসময়েই অনুষ্ঠিত হবে।’

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান বৈঠকে উপস্থিত ছিলেন।

মহানবির কটূক্তিতে ফাঁসির আদেশ হওয়া এশিয়া বিবির বেকসুর খালাস!

-এটি


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ