বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৭ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

কওমি আইনের বিল আজ সংসদে পাস হবে কি?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

হামিম আরিফ: গত সোমবার জাতীয় সংসদে কওমি মাদরাসা আইনের বিল উত্থাপন করা হলেও সেটি নিয়ে পর্যালোচনা অনুষ্ঠিত হয়নি। এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে আজ বুধবার সংসদের ২২ তম অধিবেশনের বিলটি পাস হবে কিনা।

গত ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদের ২২তম অধিবেশনের দ্বিতীয় দিন সোমবার রাত সাড়ে ৮ টায় বিলটি উত্থাপন করেন শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ।

মাদরাসা সভ্য পৃথিবীর অহঙ্কার

বিলটি উত্থাপনের পর পরীক্ষা-নিরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয় এবং সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন পেশ করতে বলা হয়েছে। সে অনুযায়ী ১৭ সেপ্টেম্বর পর্যালোচনা শেষে সংসদে তোলা হয়।

জাতীয় সংসদের ওয়েব সাইটে আজকের দিনের কার্যাবলিতে দেখা গেছে, ১৯ সেপ্টেম্বর তিনটি বিল উত্থাপন করা হবে। সেগুলোর মধ্যে কওমি মাদরাসা বিল রয়েছে সবশেষে।

সম্পূর্ণ ফিতে নিন অ্যাকাউন্টিং ও ইনভেস্টরি সফটওয়ার

বাকি দুই বিল হলো, ডিজিটাল নিরাপত্তা বিল ও সড়ক পরিবহন বিল। আলোচিত ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে সম্পাদকদের বেশ কিছু সংশোধনী থাকলেও আজই তা পাসের উদ্যোগ নেয়া হবে বলে জানা গেছে।

দিনের কার্যক্রমের মধ্যে আইন প্রণয়ন কার্যাবলীর ৩ (ক) তে বলা হয়েছে- ৩(ক)-

জনাব নুরুল ইসলাম নাহিদ, মাননীয় শিক্ষা মন্ত্রী, প্রস্তাব করিবেন যে, কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করিবার নিমিত্ত আনীত বিলটি [‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল, ২০১৮’] স্থায়ী কমিটি কর্তৃক সুপারিশকৃত আকারে অবিলম্বে বিবেচনার জন্য গ্রহণ করা হউক।

৩(খ) তে উল্লেখ রয়েছে- জনাব নুরুল ইসলাম নাহিদ, মাননীয় শিক্ষা মন্ত্রী, প্রস্তাব করিবেন যে, কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদানসহ আনুষঙ্গিক বিষয়ে বিধান করিবার নিমিত্ত আনীত বিলটি [‘আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশ’ এর অধীন ‘কওমি মাদরাসাসমূহের দাওরায়ে হাদিস (তাকমীল)-এর সনদকে মাস্টার্স ডিগ্রি (ইসলামিক স্টাডিজ ও আরবি)-এর সমমান প্রদান বিল, ২০১৮’] পাস করা হউক।

সুতরাং বহুল আলোচিত কওমি মাদরাসা আইনের বিল আজই চূড়ান্তভাবে পাসের জন্য সংসদে উঠতে যাচ্ছে বলেই জানা যাচ্ছে।

প্রসঙ্গত, গত ১৩ আগস্ট মন্ত্রিসভার বৈঠকে কওমি মাদরাসা সনদের আইনটি চূড়ান্ত অনুমোদন দেয়া হয়। তখন থেকে আলেমগণ সরকারকে অভিনন্দন জানানোর পাশাপাশি সংসদে উত্থাপন করে তা পাসের দাবি জানিয়ে আসছিলেন।

কওমি মাদরাসা সদনের সরকারি স্বীকৃতির জন্য দীর্ঘ আন্দোলনের পর ২০১৭ সালের ১১ এপ্রিলে গণভবনে এই স্বীকৃতি দেয়ার ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

-আরআর

এসে গেল যাদুকরী মাদরাসা ম্যানেজমেন্ট সফটওয়্যার


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ