শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

তালিবুল ইলমদের উদ্দেশ্যে যা বললেন আল্লামা আহমদ শফী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আহমাদ মোস্তফা নাটোরী: জুমাবার বাদ আসর দারুল উলূম হাটহাজারীতে অধ্যয়নরত নাটোর জেলার তালিবুল ইলমরা দারুল উলূম হাটহাজারী'র মহা-পরিচালক,আমীরে হেফাজত শায়খুল ইসলাম আল্লামা শাহ আহমাদ শফী এর সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এ সময় নাটোর জেলার তালিবুল ইলমদের উদ্দেশ্যে আল্লামা শাহ আহমাদ শফী অত্যন্ত গুরুত্বপূর্ণ নসিহত করেন।

অত্যন্ত দরদমাখা কন্ঠে বলেন,তোমরা ঐক্যবদ্ধভাবে থাকবে,তাতে অনেক ফায়দা নিহীত আছে। ঐক্যবদ্ধ থাকলে বাতেল শক্তি তোমাদেরকে ভয় পাবে,দ্বীনি অনেক বড় বড় কাজ করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে।

একে অন্যের গীবত শেকায়েত করবে না,কাহারও কোন দোষ দেখলে খায়েরখাহি করবে,দোষ ত্রুটি সংশোধন করে দিবে,এতে ছাওয়াবও পাবে,পরস্পরে ঐক্যও নষ্ট হবে না।

তিনি আরো বলেন,তোমরা নাটোর জেলায় একটি বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করো। যে মাদরাসা হবে বৃহত্তর উত্তরবঙ্গের মধ্যে ইলম,আমল,তাকওয়া,তাযকিয়াসহ প্রত্যেক বিষয়ে সর্ববৃহৎ।

যে মাদরাসা সকল মানুষের দ্বীনি চাহিদা পূরণ করতে সক্ষম হবে।তৈরী করবে জাতির একনিষ্ঠ রাহবার,যুগশ্রেষ্ট আলিম,বুযুর্গ,মুফতি, মুহাদ্দিস,পীর মাশায়েখ।

তোমাদের নাটোর জেলায় ফেরাকে বাতেলা খুব জোরেসরে কাজ করছে।কাদিয়ানী,খ্রিস্টান মিশনারী,আহলে হাদিস, মওদূদীবাদী,বিদআতী ভন্ড পীর।

তোমারদের মধ্যে যাদের লেখনীর যোগ্যতা আছে,তারা ফেরাকে বাতেলার উপর ছোট ছোট রিসালা লেখার মাধ্যমে ফেরাকে বাতেলার মুকাবেলা করার চেষ্টা করো।

মেহনত করে লেখা পড়া করো,যোগ্য আলিম হয়ে দেশে গিয়ে দ্বীনি খেদমাত করো। আমি তোমাদের জন্য দু'আ করি,আল্লাহ তায়ালা সবাইকে কবুল করেন, হক্কানি আলিম হওয়ার তাওফিক দান করেন,নাটোর একটা বড় মাদরাসা প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ তা'আলা যাবতীয় ব্যবস্থা করেদেন। আমীন

এটি/আওয়ার ইসলাম

ব্যবসা এখন আপনার হাতের মুঠোয়। – বিস্তারিত জানুন


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ