মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬


বিদেশে অর্থ পাঠাতে এনবিআরের সনদ বাধ্যতামূলক

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: বিদেশে অর্থ পাঠাতে এনবিআরের সনদ বাধ্যতামূলক করেছে বাংলাদেশ ব্যাংক।

দ্বৈত কর পরিহার চুক্তির আওতায় কর সুবিধা নিয়ে বিদেশে অর্থ পাঠানোর আগে সব ব্যাংককে জাতীয় রাজস্ব বোর্ডের ইন্টারন্যাশনাল ট্যাক্স শাখার সনদ নিতে হবে।

সোমবার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৈদেশিক মুদ্রায় লেনদেনে নিয়োজিত সব ব্যাংককে এই নির্দেশনা দেয়া হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, বর্তমানে বিশ্বের ৩৩টি দেশের সাথে দ্বৈত করারোপ পরিহার চুক্তি রয়েছে।

চুক্তির মাধ্যমে উভয় দেশ সমঝোতার ভিত্তিতে করের ক্ষেত্রে বিশেষ কিছু সুবিধা দিয়ে থাকে। এই সুবিধা নিয়ে বিদেশি প্রতিষ্ঠান, সংস্থা বা ব্যক্তি বাংলাদেশ থেকে তাদের আয় নিজ দেশে পাঠানোর সময় কম হারে উৎসে কর পরিশোধ করতে পারে।

কেন্দ্রীয় ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, অর্থ পাঠানোর আগে চুক্তির আওতায় কী পরিমাণ কর কাটা আইনসংগত, এ বিষয়ে এনবিআর থেকে সনদ নিতে হবে।

প্রকাশ্যে চুমো এ দেশের সংস্কৃতি সমর্থন করেনা : সুব্রত চৌধুরী


সম্পর্কিত খবর