বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

হৃদরোগের জন্য উপকারী ৫ ফল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ঃ ফল স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এর মধ্যে কিছু ফল আছে যেগুলো ত্বক সজীব রাখতে সহায়তা করে। আবার কিছু ফল রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। কোনো কোনো ফল হজমে সাহায্য করে। কোনোটা আবার শরীরের নানা ধরনের ব্যথা কমাতে ভূমিকা রাখে।

এছাড়াও এমন কিছু ফল আছে যেগুলো হৃদরোগের ঝুঁকি কমাতে দারুন কার্যকরী।

১. আপেল : এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে। রক্তচাপ নিয়ন্ত্রণেও এটি ভূমিকা রাখে। নিয়মিত আপেল খেলে হৃদরোগ, হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি কমে।

২. কলা : রক্তচাপ হৃদরোগের অন্যতম কারণ। কলায় থাকা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে।এছাড়া খনিজ হৃদস্পন্দন নিয়মিত করতে ভূমিকা রাখে। হৃদস্পন্দন অনিয়মিত হলে স্ট্রোক, হার্ট অ্যাটাকের সম্ভাবনা বাড়ে। কলাতে থাকা খনিজ হৃদসম্পন্দন ঠিক রাখতে সাহায্য করে।

৩. কমলা : এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদপিণ্ডের কার্যকারিতা বাড়ায়, রক্ত জমাট বাঁধা প্রতিরোধ করে। তাই এটি হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমাতে দারুন কার্যকরী। তবে কমলা ছাড়াও যেকোন ধরনের সাইট্রাস জাতীয় ফল নিয়মিত খাদ্যতালিকায় রাখলে উপকার পাওয়া যায়।

৪. পেঁপে : কমলার মতো পেঁপেও ভিটামিন সি সমৃদ্ধ একটি ফল। এটি হৃদরোগের জন্য দারুন উপকারী।

৫. জাম : যেকোনে ধরনের জামে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট ,পটাশিয়াম এবং ফাইবার থাকে। এ কারণে এটি রক্তে কোলেষ্টেরলের মাত্রা,রক্তচাপ নিয়ন্ত্রণে সহায়তা করে। সেই সঙ্গে হৃদরাগ ও স্ট্রোকের ঝুঁকিও কমায়। সূত্র : হেলদিবিল্ডার্জড

আরও পড়ুন ঃআবারো কমলো স্বর্ণের দাম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ