মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ১ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করবে ফেসবুক-টুইটার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম : ফেসবুক এবং টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচারে নতুন নীতিমালা চালু হয়েছে। গত মঙ্গলবার ফেসবুক এই নীতিমালা জারি করেছে এবং টুইটার জানায় চলতি গ্রীষ্মের শেষের দিকে তারা নতুন নীতিমালা কার্যকর করবে।

প্রতিষ্ঠান দুইটি রাজনৈতিক বিজ্ঞাপন ছাড়াও স্বাস্থ্য, শিক্ষা, অভিবাসন, গর্ভপাত এবং নাগরিক অধিকার সংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে দেয়া বিজ্ঞাপনেও নতুন এই নীতিমালা কার্যকর হবে বলে জানা গেছে। খবর এবিসি নিউজের।

নতুন এই নীতিমালা অনুযায়ী, ফেসবুকে রাজনৈতিক বিজ্ঞাপন অথবা ইস্যু সংক্রান্ত বিজ্ঞাপন দেয়ার জন্য বিজ্ঞাপনদাতাদের তাদের পরিচয় এবং লোকেশন প্রকাশ করতে হবে। এজন্য ফেসবুক বিজ্ঞাপন প্রকাশের জন্য একটি নতুন প্রক্রিয়া তৈরি করেছে।

প্রাথমিকভাবে যুক্তরাষ্ট্রে এ যাচাই বাছাইয়ের প্রক্রিয়া চালু করা হচ্ছে। বিজ্ঞাপন দেয়ার জন্য এখন বিজ্ঞাপনদাতাদের যুক্তরাষ্ট্রের জাতীয় পরিচয়পত্র, একটি ঠিকানা এবং যেসকল প্রতিষ্ঠান অথবা সংস্থাকে তারা প্রতিনিধিত্ব করে তাদের লিস্ট দিতে হবে।

নতুন নীতিমালায় এই বিজ্ঞাপনগুলোর নিচে ‘পেইড ফর বাই’ লেখা থাকবে এবং যে এই বিজ্ঞাপনটির জন্য অর্থ পরিশোধ করেছে তার প্রোফাইল চলে আসবে।

ফেসবুকে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন যাচাই বাছাই করার জন্য ফেসবুক আরও তিন থেকে চার হাজারের মতো নতুন কর্মী নিয়োগ দেবে বলে জানা গেছে।

রাজনৈতিক বিজ্ঞাপনের ক্ষেত্রে টুইটারেও প্রায় একই রকম ভেরিফিকেশন প্রক্রিয়ার মুখোমুখি হতে হবে বিজ্ঞাপনদাতাদের।

গতকাল বৃহস্পতিবার টুইটার এক বিবৃতিতে জানায়, আমরা বাইরের দেশ থেকে যুক্তরাষ্ট্রের নির্বাচনকে প্রভাবিত করতে পারে এরকম বিজ্ঞাপনকে আর অনুমতি দেব না।

টুইটারে রাজনৈতিক বিজ্ঞাপন প্রচার করার জন্য তাকে মার্কিন ফেডারেল অফিস থেকে নির্দিষ্ট করা প্রার্থী হতে হবে।

চলতি বছরের নভেম্বর অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্রের মধ্যবর্তীকালীন নির্বাচনকে সামনে রেখে ফেসবুক এবং টুইটার নতুন এই বিজ্ঞাপন নীতিমালা কর্যকর করছে বলে বিশেষজ্ঞদের ধারণা।

অঅরও পড়ুন : পর্নোগ্রাফির দায়ে পাপুয়া নিউগিনিতে ফেসবুক বন্ধ


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ