বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

‘মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন তিনি’

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ফয়জুল্লাহ
মহাসচিব, ইসলামী ঐক্যজোট

বর্ষীয়ান আলেমেদ্বীন, প্রখ্যাত ইসলামি চিন্তাবিদ, ফেনী লালপুল সুলতানিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা মুহতামিম, আলোকিত মানুষ গড়ার কারিগর, প্রখ্যাত বুজুর্গ, হযরত শাহ সুলতান আহমদ নানুপুরী রহ.এর অন্যতম খলিফা, সাহসী ও হক্কানিয়তের পতাকাবাহী, মুফতি সাঈদ আহমদ আজ সকালে ৯টা ৪০ মিনিটের দিকে নিজ হাতে গড়া দিনী মারকাজ জামিয়া ইসলামিয়া সুলতানিয়া লালপোল মাদরাসায় ইন্তিকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

আমার জানামতে হযরত মুফতী সাঈদ আহমাদ রহ. অনেকে গুণে গুণান্বিত ছিলেন। সুন্নাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছিল তাঁর জীবনের আলোকিত দিক।

তাঁর প্রতিটি কাজে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের অনুসরণ ছিল চোখে পড়ার মতো। তিনি ইসলামী আইন বাস্তবায়ন কমিটির ফেনী জেলা সভাপতি হিসেবে মুজাহিদে মিল্লাত মুফতী আমিনী রহ. এর প্রতিটি ঈমানী আন্দোলনে সাহসী ভূমিকা রেখেছেন।

তিনি মুফতী আমিনী রহ. ঘনিষ্ঠ ছিলেন, ছিলেন সাহসী । আমি যতবার তাঁকে দেখেছি মুগ্ধ , অভিভূত হয়েছি। তাঁর আন্তরিকতাপূর্ণ দু'আ লাভ করেছি। তিনি হক কথা নির্দ্বিধায় বলতেন।

তিনি শরিয়তের সঠিক দিক নির্দেশনা দিতেন। পাশাপাশি হাজার হাজার পথহারা মানুষকে সঠিক পথের দিশা দিতেন।

আমরা যা হারালাম তা পূরণ হবার নয়। আল্লাহভীরু, মুখলিস এই আলেমের ইন্তেকালে আমি গভীর ভাবে শোকাহত। আমি তাঁর মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়,স্বজন, তাঁর ছাত্র, মুরিদ এবং শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমাবেদনা জানাচ্ছি।

দেশবরেণ্য বিখ্যাত এই আলেম এর জন্য আমরা মহান আল্লাহর শাহী দরবারে বিনম্র ফরিয়াদ করছি, আল্লাহ! আপনি আপনার এই প্রিয় মুখলিস আলেম বান্দাহকে রহমতের চাদরে আবৃত করে চিরস্থায়ী জান্নাতের মেহমান করে নিন। আমিন।

মুফতি ফয়জুল্লাহ’র ফেসবুক টাইমলাইন থেকে

কেমন ছিলেন মুফতি সাঈদ আহমাদ

-আরআর


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ