বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

মহাকাশে হোটেল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম: পৃথিবীর বিভিন্ন প্রান্তে ঘুরতে ঘুরতে যারা ক্লান্ত হয়ে গিয়েছেন, তাদের জন্য সুসংবাদ! খুব শীঘ্রই পর্যটকদের জন্য মহাকাশে হোটেল খোলা হচ্ছে। তাও আবার একটি-দুটি নয়, পাঁচটি হোটেল পর্যটকদের সেবার নিয়োজিত থাকবে। মার্কিন সংবাদমাধ্যম স্কাই নিউজ শনিবার এক প্রতিবেদনে জানায়, সম্প্রতি একটি মহাকাশ বিজ্ঞান সম্মেলনে এমন ঘোষণা দেয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান জোসে’তে আয়োজিত স্পেস ২.০ সম্মেলনে বৃহস্পতিবার বিশেষ বিনোদনমূলক হোটেল খোলার সিদ্ধান্তের কথা বলা হয়। প্রতিবেদনে বলা হয়, ‘অরোরা স্টেশন প্রজেক্ট’র আওতায় দুই কর্মীসহ ৬ জনের জিরো গ্রাভিটিতে বসবাসের সুযোগ মিলবে।

ঘোষণায় বলা হয় হয়েছে যে টানা ১২ দিনের ওই সফরে পর্যটকেরা যে সুযোগ সুবিধা পাবেন, তা যে কোনো প্রথম শ্রেণীর হোটেলে দেয়া হয়ে থাকে। সেই সাথে থাকবে মহাকাশে নভোচারী হয়ে তারকামণ্ডল দেখার সুযোগ!

জিরো গ্রাভিটিতে অর্থাৎ মধ্যাকর্ষণ ছাড়া ভাসতে ভাসতে মহাকাশের বিরল নানা অভিজ্ঞতা নেয়ার পাশাপাশি যে অভিজ্ঞতাটি তাদের হবে তা কোনো পৃথিবী বাসির হয়নি। তা হচ্ছে ২৪ ঘণ্টায় অর্থাৎ পৃথিবীর হিসেবে একদিনে গড়ে ১৬ বার সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখার সৌভাগ্য হবে।

সম্মেলনেই অনেক সাংবাদিক প্রশ্ন করেন, পৃথিবীকে চক্কর দিতে গিয়ে ভাম্যমান হোটেলটি আবার মহাকাশে হারিয়ে যাবে কিনা। বিজ্ঞানীরা অবশ্য আশ্বস্ত করে বলেন, এমন কোনো আশঙ্কাই নেই।

অবশ্য হোটেল সুবিধা দেয়া ছাড়াও এই প্রকল্পের অধীনে বেশ কিছু গবেষণাও চলবে। মহাকাশে খাদ্যের উৎপাদন নিয়ে গবেষণা ছাড়াও ভার্চুয়াল রিয়ালিটি, হাই স্পিড ইন্টারনেট সুবিধা বিষয়েও বিজ্ঞানীরা খতিয়ে দেখবেন।

প্রকল্পটি সম্পর্কে ওরিয়ন স্পানের প্রতিষ্ঠাতা এবং প্রধান ফ্রাঙ্ক বাংগার সংবাদমাধ্যমকে জানান, আগামী ২০২১ সাল নাগাদ হোটেলটির উদ্বোধন করা হবে। সেই বছরই মহাকাশে পর্যটকদের প্রথম দলটিকে মহাকাশে পাঠানো হবে।

তবে খরচ যে আকাশচুম্বী হবে তা বলাই বাহুল্য! এমনকি আগ্রহী পর্যটকদের বিশাল অংকের অর্থ জামানতও রাখতে হবে। বলা হয়েছে, একজন পর্যটকের জন্য প্রাথমিক ভাবে হোটেল খরচ ধরা হয়েছে ৮০ কোটি টাকা।

আরো পড়ুন- মহানবীর বংশধর ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ!


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ