বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ভাল মানের-ভাল মনের লেখক হতে হবে: আইয়ূব বিন মঈন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম
হাটহাজারী প্রতিনিধি

‘লেখালেখিতে আলেম সমাজের অবস্থান এখন অনেক দৃঢ়। এ ময়দানে নতুন নতুন মুখ যুক্ত হচ্ছে। তবে একটা শূন্যতা কাজ করছে প্রতিনিয়ত। অনেকে ভাল লিখতে পারে কিন্তু মন ভাল না। লেখায় হিংসা-বিদ্বেষ কাজ করে। তাই এখন সময় ভাল মানের ও ভাল মনের লেখক হওয়ার।’

গতকাল (শুক্রবার) সকাল ১০টায় হাটহাজারী ডাকবাংলোতে অবস্থিত বাংলা বাড়ি মিলনায়তনে প্রমিত উচ্চারণ, ভাষা-সাহিত্য ও সাংবাদিকতার প্রশিক্ষণমূলক প্রতিষ্ঠান বাংলা বাড়ি’র পরিচালক মাওলানা ইশতিয়াক সিদ্দিকীর সভাপতিত্বে নবীন লেখকদের সাথে আলোচনা সভায় বিশিষ্ট লেখক আইয়ূব বিন মঈন এসব কথা বলেন।

প্রধান অতিথির আলোচনায় বহুল পঠিত বই 'ভাষা শিক্ষার আসর' গ্রন্থের লেখক আইয়ূব বিন মঈন বলেন, প্রতিভার জন্ম গ্রামে, লালন হয় শহরে আর বিকাশ হয় রাজধানীতে।শুধু আলেম হলে হবে না, শিক্ষিত আলেম হতে হবে।দেশ ও জাতির জন্য অবদান রাখতে হবে। সাহিত্য চর্চার মাধ্যমে দীন ইসলামকে মানুষের কাছে পোঁছে দিতে হবে।

সভাপতির বক্তব্যে বাংলা বাড়ি'র পরিচালক ইশতিয়াক সিদ্দিকী বলেন, বাংলা ভাষার নেতৃত্ব আলেম সমাজের হাতে তুলে নিতে হবে।বাংলা ভাষায় ইসলাম চর্চা করতে হবে। অন্যথায় নিজ দেশে থেকেও আমরা পরদেশি হয়ে থাকবো। হলুদ সাংবাদিকতার শিকারে পরিণত হবো।

বাংলা বাড়ির ছাত্র আমীরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, হাফেজ রোকনুজ্জামান কবিতা আবৃত্তি করেন, বাংলা বাড়ির ছাত্র তরিকুল ইসলাম প্রবন্ধ পাঠ করেন,জহিরুল ইসলাম ও আব্দুল্লাহ আল মামুন বক্তৃতা প্রদান করেন।
দুপুর ১২টার দিকে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত করা হয়।

আয়োজকরা ওয়ায়েজিদের কামলা মনে করেন: বাংলা ওয়াজের কোকিল মাওলানা আইয়ুবী


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ