শনিবার, ২৬ এপ্রিল ২০২৫ ।। ১৩ বৈশাখ ১৪৩২ ।। ২৮ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
বিদেশি সংস্কৃতি চাপানোর চেষ্টা করবেন না: মুফতি ফয়জুল করিম জমিয়তের জাতীয় কাউন্সিলের ৭ নতুন প্রস্তাবনা ‘আন্তঃধর্মীয় সম্প্রীতি ব্যতিত জুলাই গণঅভ্যুত্থানের সংহতি বজায় রাখা সম্ভব নয়’ গুজরাটে ১ হাজারের বেশি বাংলাদেশি গ্রেপ্তার এবার যে ২০ ভাষায় অনুবাদ করা হবে হজের খুতবা সংসদ ও রাষ্ট্রপতির মেয়াদ ৫ বছরের পক্ষেই জামায়াত স্বামীর টাকায় হজ করলে ফরজ আদায় হবে? ধ্বংসস্তূপের নিচে নিখোঁজ ৩০ ফিলিস্তিনি, নেই উদ্ধারের প্রয়োজনীয় যন্ত্রপাতি পেহেলগামে হামলার স্বচ্ছ তদন্তের জন্য পাকিস্তান প্রস্তুত: শাহবাজ শরীফ জমিয়তের সভাপতি আল্লামা ওবায়দুল্লাহ ফারুক মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি

'আল্লাহ তওবা কবুল করবেন না, এটি আল্লাহর সম্মানের সাথে সাংঘর্ষিক'

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুফতি ইসমাইল মেনক
শিক্ষাবিদ ও দাঈ

মানুষ যখন গুনাহ করে ফেলে, শয়তান মানুষকে তখন প্ররোচণা দেয়- প্রথমত, গুনাহগার ব্যক্তি যেন আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা না করে তার পাপকর্মকে অব্যাহত রাখে। দ্বিতীয়ত, শয়তান যদি তার এই প্ররোচণায় সফল না হয় এবং মানুষ যদি তার গুনাহ থেকে আল্লাহর কাছে তওবা বা ক্ষমা প্রার্থনা করে, তাহলে তাকে তার তওবা কবুল হওয়ার ব্যাপারে নিরাশ করার জন্য প্ররোচণা দেয়। তাকে এই চিন্তা করার প্ররোচণা দেয় যে, তার তওবা আল্লাহর কাছে কবুল হয়নি। যাতে করে সে হতাশ হয়ে আবারও গুনাহের কাজে লিপ্ত হয়।

মানুষ যদি মনে করে, আল্লাহ তার তওবা কবুল করবেন না, তাহলে এটি আল্লাহর সম্মানের সাথে সাংঘর্ষিক।

আল্লাহ তা’আলা বলেছেন, ‘বলুন, হে আমার বান্দাগণ যারা নিজেদের ওপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহ সমস্ত গুণাহ মাফ করেন। তিনি ক্ষমাশীল, পরম দয়ালু।’ (সূরা যুমার, আয়াত- ৫৩)

এখানে আল্লাহ তা’আলা তাঁর বান্দাদের বলছেন, আল্লাহর রহমত থেকে নিরাশ না হতে। কিন্তু বান্দা যদি নিরাশ হয়, তবে এটি আল্লাহর আদেশের সম্পূর্ণ বিপরীত কাজ হিসেবে চিহ্নিত হয় এবং এর মাধ্যমে আল্লাহকে অপমান করা হয়। আল কুরআনের এই ভাষ্য অনুসারে, মানুষ যখনই আল্লাহর কাছে তার পাপের জন্য ক্ষমা চাইবে আল্লাহ তখনই তাকে ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বান্দা যদি আল্লাহর কাছে আন্তরিকভাবে তার গুনাহকে স্বীকার করে ক্ষমা প্রার্থনা করে এবং ভবিষ্যতে ওই গুনাহ না করার জন্য অঙ্গীকার করে, তবে সে আশা করতে পারে আল্লাহ তাকে ক্ষমা করবেন।

সুতরাং, মানুষ যদি কোনো ভুল বা অন্যায় করে ফেলে, তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। শয়তানের প্ররোচণায় হতাশ না হয়ে এবং ভ্রুক্ষেপ না করে মানুষের উচিত আল্লাহর কাছে গুনাহের জন্য ক্ষমা প্রার্থনা করা।

দয়াময় আল্লাহ আমাদেরকে শয়তানের নিকৃষ্ট প্ররোচণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুন। পরিবর্তন ডটকম।


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ