বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

তালাক বিলের বিরুদ্ধে রাস্তায় নামতে পেরে নিজেকে ধন্য মনে করছি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

রুসমিনা খাতুন: অন্যান্য দিনের মতো আজকেও ইউনিভার্সিটি গিয়েছিলাম। দেখলাম বান্ধবীরা একসাথে বসে ক্লাসের ভিতর আলোচনা করছে আর বলছে- আজকে আমরা ক্লাস করবো না। চলো আমরা সবাই একত্রে আজ কলকাতার রাজপথে কেন্দ্র সরকারের নিয়ে আসা তিনতালাক বিরোধী বিলের বিরুদ্ধে প্রতিবাদ করি।

এক বান্ধবী তার মাঝে বলে উঠলো, অবশ্যই আমরা প্রতিবাদ করবো কারণ শরীয়াহ দিয়েছে আমাদের পূর্ণ জীবন ব্যবস্থা পদ্ধতি। আমরা শুধুমাত্র শরিয়াহ মেনেই চলবো, মানবোনা কোনো মনগড়া আইন।

আর এক বান্ধবী বলে উঠলো কেনই বা প্রতিবাদ করবনা, সরকার তো ত্রুটিপূর্ণ বিল নিয়ে এসেছে যাতে আমরা মুসলিম নারীরাই ক্ষতিগ্রস্ত হয় সুতরাং আমাদের ক্ষতিপূরণ কি কেন্দ্র সরকার বহন করবে?

তাছাড়াও, আমরাতো সুখী আছি শরীয়ত মেনে তাহলে কেন আমাদের শরীয়তের প্রতি হস্তক্ষেপ করা হচ্ছে? আর কেনই বা মুসলিম মহিলাদেরকে জিজ্ঞাসা করা ছাড়াই এই আইন আনা হচ্ছে?

তাহলে কি বলতে পারিনা যে সরকার মুসলিম স্বামী-স্ত্রীর মধ্যে ব্যবধান সৃষ্টি করার চেষ্টা করছে।’

তারপর আমরা সমবেতভাবে কলকাতা মুসলিম ইনস্টিটিউট হলের সামনে বিভিন্ন জেলা থেকে আসা মুসলিম মহিলাদের মাঝে লাইন করে দাঁড়িয়ে পড়লাম এবং চললাম রানী রাসমণি রোডের দিকে। উপচে পড়া ভিড় দেখে নিজেরই মনে হলো আমরা তো সবাই শরীয়তের টানেই এখানে এসেছি। যা আমাদের প্রাণের চেয়েও প্রিয়।

তারপর চলতে চলতে লক্ষ্য পড়লো এক বৃদ্ধ জ্ঞানী মহিলার দিকে তিনিও হয়ত কোথা থেকে ছুটে এসেছেন। বাচ্ছা মেয়েগুলি কত শালীনতার সঙ্গে হিজাব পরিহিত অবস্থায় আমাদের সাথে হাঁটছে।

ছয় থেকে সাত হাজার মহিলাদের মধ্যে প্রায় সকলেই হিজাব করেছেন। মায়ের বয়সী মহিলারা যেন তাদের রান্নার কাজ ফেলে ছুটে এসেছেন। ছোট ছোট বোনেরা সব কেউ মাদ্রাসা বা মিশন থেকে ছুটে এসেছে, কেউ কেউ কলেজ বা ইউনিভার্সিটি থেকে।

আজকের রোদে পুড়ে দগ্ধ হয়ে সকলে হাতে বোর্ড নিয়ে হাঁটছেন এবং প্রত্যেকেই এই বিলের বিরুদ্ধে, এবং তারা চাইছে এই ত্রুটিপূর্ণ শরীয়ত বিরোধী বিল ফিরিয়ে নিতে।

তারপর রানী রাসমণি রোডে এসে দাঁড়াতেই দেখা হলো চেনা শোনা বান্ধবী সালমার সাথে। সালমা বললো, ‘আমিও এই বিলের বিরুদ্ধে কারণ শরীয়ত আমাদের কোনো ক্ষতি করেনি তাহলে অন্যের বানানো আইনে কেন আমরা ক্ষতিগ্রস্ত হওয়া মেনে নেব?

সূত্র: টিডিএন বাংলা, কোলকাতা


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ