বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ।। ১৬ বৈশাখ ১৪৩২ ।। ২ জিলকদ ১৪৪৬

শিরোনাম :
দেশে ফিরছেন খালেদা জিয়া, প্রস্তুত করা হচ্ছে এয়ার অ্যাম্বুলেন্স শিক্ষার্থীদের সভা-সমাবেশ ও মিছিলে অংশগ্রহণ বন্ধের নির্দেশ নারী নীতিমালা নিয়ে জাতীয় সেমিনারে শীর্ষ আলেম-রাজনীতিকরা ‘মানবিক করিডোর’ প্রতিষ্ঠার আগে জাতীয় ঐকমত্য তৈরি করতে হবে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ দেখতে চায় বিএনপি : মির্জা ফখরুল ইসলামিক ফাউন্ডেশনের নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত প্রতিহিংসা-প্রতিশোধ শান্তি বয়ে আনতে পারে না: আমীরে জামায়াত শিক্ষা-প্রতিষ্ঠানে শাসন সংকট, মনোভাবের বিপর্যয় এবং সতর্কতার আহ্বান নিবরাস ইসলামিক রিসার্চ ফাউন্ডেশনে শিক্ষক নিয়োগ মানুষের আস্থা ফিরিয়ে আনতে পুলিশের প্রতি প্রধান উপদেষ্টার আহ্বান

ফেসবুকে ‘স্ট্যাটাস’ দেওয়ার নতুন পদ্ধতি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রযুক্তি ডেস্ক: এত দিন কেবল লিখেই ‘স্ট্যাটাস’ দিয়েছেন ফেসবুক ব্যবহারকারীরা। এবারে স্ট্যাটাস দেওয়ার জন্য নতুন আরেকটি ফিচার নিয়ে পরীক্ষা চালাচ্ছে ফেসবুক। ওই ফিচারের নাম ‘অ্যাড ভয়েস ক্লিপ’। যেখানে স্ট্যাটাস লিখতে হয়, সেই কম্পোজার মেনুতে এটি যুক্ত হচ্ছে। এ ফিচার ব্যবহার করে ব্যবহারকারীরা স্বল্পদৈর্ঘ্যের অডিও ক্লিপ রেকর্ড করতে পারবেন এবং তা স্ট্যাটাস আকারে পোস্ট করতে পারবেন।

সম্প্রতি ভারতে প্রথমবারের মতো ফিচারটি পরীক্ষা করা হচ্ছে বলে জানা যায়। দেশটির অল্প কিছু মানুষ শুরুতে ‘ভয়েস ক্লিপস’ ফিচারটি ব্যবহার করে দেখার সুযোগ পান।

প্রযুক্তিবিষয়ক ওয়েবসাইট টেক ক্রাঞ্চের এক প্রতিবেদনে বলা হয়, অনেক দিন ধরেই ব্যবহারকারীদের জন্য নানা ফিচার আনছে ফেসবুক। ভয়েস ফিচারটির মাধ্যমে আরও মানুষকে আকৃষ্ট করতে ভিডিওর চেয়ে সহজ পদ্ধতি আনার জন্য পরীক্ষা চালাচ্ছে। ফেসবুক এখন নানা দেশে ব্যবহার করা হচ্ছে। আন্তর্জাতিকভাবে নানা রকম কি-বোর্ড ব্যবহার করে স্ট্যাটাস লেখা হয়।

ভয়েস ফিচারটি ব্যবহার করে টাইপ করার বাধা দূর হবে। শুধু কথা রেকর্ড করেই তা স্ট্যাটাস আকারে দেওয়ার সুযোগ তৈরি হলো। ফেসবুকের এক মুখপাত্র বলেছেন, ফেসবুকে মানুষ তার বন্ধু ও পরিবারের সঙ্গে যাতে সবকিছু শেয়ার করতে পারেন, সে বিষয়ে সাহায্য করতে কাজ করা হচ্ছে। মনের কথা প্রকাশ করতে ভয়েস ক্লিপ নতুন মাধ্যম হবে।

অবশ্য ফেসবুকের এ ফিচার বিশ্বব্যাপী চালু করা হবে কি না, এখনো সে বিষয়ে কিছু জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। বর্তমানে ফেসবুকের পক্ষ থেকে ভয়েস বা কণ্ঠস্বরকেন্দ্রিক ফিচারগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

ধারণা করা হচ্ছে, ফিওনা ও অ্যালোহা নামের দুটি হোম স্পিকার তৈরি করছে ফেসবুক। জুলাই মাসে ওই দুটি যন্ত্র বাজারে আসতে পারে। ফেসবুকের ‘বিল্ডিং ৮’ নামের হার্ডওয়্যার ল্যাবে তৈরি হচ্ছে ফেসবুকের নতুন দুই যন্ত্র। সুত্র: প্রথম আলো।

এসএস/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ